কিছু কিছু হারানোর বেদনার মধ্যেও থাকে কিছু আনন্দ বিরাজমান
কোন কোন প্রাপ্তির চেয়ে
কোন কোন বঞ্চনাই যেন চিনিয়ে দেয় জীবন।
হারানো আর পাওয়া কারো কারো
জীবনেই শুধু পরিপূরক হয় পরস্পরে।
আজ ও ছোট ছোট জম্ন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে অসহায় আমি
নক্ষত্রের আলোতে তোমাকে দেখেছি।
একটা চন্দন “টিপ” পড়াবো বলে এখনো অপেক্ষমান আমি
আর বিশ্বাসের মালা গেঁথে রেখেছি তোমার জন্য।
অথচ কে জানতো সুমহান চেতনার প্রদীপ
জ্বালাবার আগেই চলে যাবে তুমি।
তীঁর বিদ্ধ না হতেই কোকিল যেমন উড়ে চলে যায়
তেমনি এই গদ্যময় সকালে তুমিও হারিয়ে গেলে
অসময়ে............।।
অথচ অন্তর প্রদেশে কখনো বিস্মৃত নও তুমি
তোমাকে সর্বদা স্মরন করি।
কখনো ভালোবাসার সুক্ষ তারাগুলো আমায় ছেড়ে
চলে যায় দুরে...বহু দুরে ,
এ এক চরম শুন্যতা .....
আবার কখনো বা ক্ষোভে আর অপমানে চোখের
কোন বেয়ে পড়ে দু’ফোটা লোনা জল ।
তবুও অনুভুতি গুলো জীবন্ত হয়ে উঠে
আমাকে যে মনে করিয়ে দেয় তোমার কথা।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



