আনন্দবাজার পত্রিকায়(৩ শ্রাবণ ১৪১৫ শনিবার ১৯ জুলাই ২০০৮) আজকের খবর, দেখুন তথ্যপ্রযুক্তিতে আমরা মানে পশ্চিমবঙ্গের বাঙালীরা কত পিছিয়ে আছি।
বাংলা ভাষার দৌলতে পিশ্চমবঙ্গ এ বার গুগ্লের ‘সার্চ’-এ।
শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন ১,৭০০ কোটি ডলার ব্যবসা করা সংস্থা গুগ্ল-এর দুই কর্তা। উপিস্থত ছিলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাসও। বিেশ্বর বিভিন্ন প্রােন্ত ছড়িয়ে থাকা বঙ্গসন্তানদের হাতে বাংলা সিনেমা ও সাহিত্যের ভাণ্ডারের চাবিকাঠি তুলে দিতে চান তারা। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বা সত্যজিৎ রায়ের ছায়াছবি– যার স্বাদ থেকে অনেক সময়েই বিঞ্চত শিকড় থেকে দূরে থাকা বাঙালিরা। এই বাজার ধরতে গুগ্লের লক্ষ্য পথের পাচালি ও রবীন্দ্র রচনাবলী।
বৈঠকের পর দেবেশবাবু জানান, ‘‘গুগ্ল-এর ম্যানেজিং ডিরেক্টর এস রাও বলেছেন ‘ইউ টিউবের’ মাধ্যমে এই সব ছায়াছবি দেখানো যেতে পারে। এটা একটা বিশেষ পদ্ধতি। এই প্রথম ওঁরা পিশ্চমবঙ্গে এসে এ সব নিয়ে আগ্রহ দেখালেন। আমরা এই প্রস্তাব বিবেচনা করার আশ্বাস দিয়েছি।’’ ‘পথের পাচালি’-র মতো ধ্রুপদী ছায়াছবি থেকে হাল আমলের ‘হিট’ বাংলা ছবি— মাউসের ক্লিকে এক লহমায় দেখানোর সুযোগ চায় ‘গুগ্ল’। কী ভাবে ইন্টারনেটে বাংলা ছবি দেখানো সম্ভব, তা ‘গুগ্ল’-কর্তারা মুখ্যমন্ত্রীকে সংক্ষেপে বোঝান। সেই সঙ্গে বাঙালিদের কিম্পউটারে রবীন্দ্রনাথের যুগান্তকারী কীর্তি পড়ার সুযোগও দিতে চায় ল্যারি পেজ ও সার্গেই িব্রনের সংস্থা। রাজ্যে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ কেেন্দ্র বিশেষ কিছু প্রযুক্তি দেওয়া নিয়েও ‘গুগ্ল’-এর সহযোগিতা চাওয়া হয়েছে বলে দেবেশবাবু জানান।
বেশ কিছুদিন ধরেই স্থানীয় ভাষার উপরে জোর দিচ্ছে গুগ্ল। দু’বছর আগে থেকে বাংলা ভাষা নিয়েও কাজকর্ম শুরু করে দিয়েছে তারা। বাংলায় প্রকাশিত বিভিন্ন তথ্য কী ভাবে নিজেদের প্রযুক্তির ছাচে ফেলে ইন্টারনেট বিেশ্ব আনা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সংস্থা। সেই ভাবনা-চিন্তার সূত্র ধরেই এ বার সরকারি দরজায় কড়া নাড়ল তারা। সংস্থার মুখপাত্র জানান, রাজ্য স্তরে কী ভাবে তাদের প্রযুক্তি ব্যবহার করা যায়, তা নিয়েই এ দিন আলোচনা হয়েছে।
১৯৯৮ সালে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের একটি গ্যারাজে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র তৈরি করে এই সংস্থা। মাউসের ক্লিকে যে কোনও বিষয়ে যে কোনও তথ্য জোগাড় করে ফেলতে ছাত্র থেকে শিক্ষক, এখন সবারই ভরসার জায়গা গুগ্লের সার্চ ইিঞ্জন। ওয়েবস্টার ডিকশনারির শব্দভাণ্ডারে ২০০৬ সাল থেকে নতুন শব্দ সংযোজন। তথ্য ঘেটে বার করার অন্য নামই এখন গুগ্ল। ইন্টারনেটের দুনিয়ায় ইংরেজি ও ইউরোপীয় ভাষায় রয়েছে সমৃদ্ধ তথ্যভাণ্ডার। সেই ভাণ্ডারে এ বার বাংলা ভাষাও জোরকদমে ঢুকে পড়ার অপেক্ষায়।
সৌজন্যে : আনন্দবাজার পত্রিকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




