প্রিয় ব্লগার বন্ধুরা,
আমাদের সবার প্রিয় ব্লগার ব্লগার কান্ডারী অথর্ব, যিনি দীর্ঘদিন ধরে নিজের লেখনী ও মানবিক কাজের মাধ্যমে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোকের শিকার হন এবং এখনো হাসপাতালের আইসিইউতে জ্ঞানহীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় এবং এর সংক্রান্ত চিকিৎসাও অত্যন্ত ব্যয়বহুল।
ব্লগার কান্ডারী অথর্বের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের এখনই সময়। তিনি অতীতে অনেকের বিপদে পাশে দাঁড়িয়েছেন, ব্লগার কমিউনিটির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসংখ্য দুর্গত মানুষের সহায়তা করেছেন। আজ তার এই সংকটময় মুহূর্তে আমাদেরও উচিত তার পাশে দাঁড়ানো।
আপনাদের সাধ্যমতো যে কোন পরিমাণ অর্থই তার চিকিৎসায় সহায়তা হিসেবে মূল্যবান হবে। সবাইকে বিনীত অনুরোধ করছি, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং আমাদের প্রিয় ব্লগারের পাশে দাঁড়ান।
আশা করি, আমাদের সমর্থন ও দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।
সম্মানিত ব্লগাররা নিচের এ্যাকাউন্ট নাম্বারে সাহায্য পাঠাতে পারেন। এই একাউন্ট নাম্বারটি তার একজন বন্ধু ও সহযোদ্ধার। এখানে অর্থ সাহায্য পাঠিয়ে +8801798435585 নাম্বারে জানাবেন।
Mohammad Shamsul Huda
Account Number: 1555103738193001
Brac Bank
Banani 11 Branch, Dhaka
SWIFT Code: BRAKBDDH
Routing Number: 060260680
+8801798435585
Bkash/Nagad
এছাড়া যদি কেউ আমার মাধ্যমেও কোন সাহায্য পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
আপনারা যারাই টাকা পাঠাবেন, তারা অনুগ্রহ করে নিচের গুগল শিটে নিজের নাম ও টাকার পরিমান উল্লেখ্য করে দিবেন।
ব্লগার কান্ডারী অথর্ব সাহায্য হিসাব।
বিনীত,
ব্লগার কাল্পনিক।