ইদানিং সামুতে ছড়া খুব দেখতাছি! আমি অবশ্য কবিতা ছড়া এইসব কখনো পড়িনা! তাই এই সব ছড়াকারদের আবির্ভাবে আমি স্বাভাবিক ভাবেই উল্লাসিত ছিলাম না!একদিন এক দোস্তে আমারে কইলো " মজারু কি সব হাবিজাবি লেখস, তাড়াতাড়ি হিট হইতে চাইলে ছড়া লেখ, !" আমি বল্লাম "ছড়া দিয়া হিট হওয়া যায় নাকি?" আমার কেন জানি তার কথা বিশ্বাস হয়না! দোস্ত আমারে সমানে উৎসাহ দিতে থাকে!
আমি তারে বুঝাই "তাছাড়া ও রকম মিলাইয়া লেখা বা ভাবনার গভীরতা কই আমার?
দোস্তে কয় "আরে আবাল সেই ছড়া না, তুই লেখবি পুরান রাজনৈতিক গন্ধ আছে এমন ছড়া বা ইদানীং ক্যাচাল চলতাছে এইসব বিষয় নিয়া ছড়া। মিল, ভাবনার গভীরতা এইসব লাগেনা।" তারপরে সে আমারে ব্লগের একজন ছড়াকারের নাম দিল, আমি দিনরাত তার ছড়া পইড়া কয়টা ছড়া লেখলাম! তারপর আমার দোস্তরে দেখাইলাম!
আর এখন আপনারাও দেখেন......দয়া কইরা বইলেন না যে তার থিকা কপি পেষ্ট করছি( আমার দোস্তে কিন্তু এই কথা কইছে!)
ছড়া নং ১:
বেল্লাল আর লাল বেল
স্কুলের বেলটার লাল রঙ
দিনমান লাল বেলে ঢং ঢং
লাল রঙা বেল আগে দেখি নাই
আমরা তো বেল দেখে রেগে কাই!
বন্ধু বেল্লাল ও
খুব তাই চেল্লালো!
ছড়া নং-২
পিউ আর তার কম্পিউটার
পিউ
একদম নিউ
কম্পিউটার কিনেছে দেখি...
কিন্তু একি-
পিউ টার, কম্পিউটার একদম
অকম্মার ঢেঁকি!
পিউ রা যখন ঘুমায় তখন
কম্পিউটারটা তাদের সব ভাত গুলা খেয়ে ফেলে!
ছড়া নং -৩
কাছিম আর তার মুন্ডু
কাছিমের কাছাকাছি থাকলে
মুন্ডুটা ভরে রাখে ভিতরে
“পাও দিয়া খোলসেতে গুতা দে”
এই কথা বলে কোন ইতরে?
“মুন্ডুরা বের হয় এভাবেই”
নেপথ্যে এই বলে চেল্লায়
পাও দিয়া খোলসেতে গুঁতা দেই
দেখি ভাই মাথা এক পেল্লায়!
আরো লেখতাছি , দোয়া দিয়েন....(দয়া করে কেউ এর সাথে অন্য কোন কিছুর মিল খুঁজবেন্না
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



