somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইচ বাকেট চ্যালেঞ্জঃ হতে পারে বিন্দু থেকে সিন্ধু (আপডেটঃ ০৩)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেটঃ ০৩

বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য রাইচ বাকেট চ্যালেঞ্জকে কাজে লাগানো যায় কিনা লিখেছিলাম প্রথম পোষ্টে। কয়েক ঘণ্টা পরেই শ্রদ্ধেয় আমিনুর রহমান ভাইয়ের পোষ্ট বন্যাপীড়িত মানুষের সাহায্যার্থে রাইচ বাকেট চ্যালেঞ্ প্রস্তাবিত একটা গাড়ীতে চাকা লাগিয়ে দেবার কাজ করছে। আমার পোষ্টে অনেকে বলছেন রাইচ বাকেট চ্যালেঞ্জের ছবি ফেসবুকে আপলোড করলে গরীবের সন্মান হানি হচ্ছে। তাই সোনাবীজ; অথবা ধুলোবালিছাই একটা আইডিয়া দিয়েছেন আমিনুর ভাইয়ের পোষ্টে। তার মতে এলাকা ভিত্তিক ভলান্টিয়ার নিয়োগ দিতে হবে। ভলান্টিয়ারের কাছে মিনিমাম এক কেজি চাল জমা দিতে হবে। তবে চাল জমা দেয়া সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে এলাকাভিত্তিক বা কেন্দ্রীয় একটা বিকাশ নম্বর রাখতে হবে- চালের সম-পরিমাণ অর্থ বিকাশ করার জন্য। স্ট্যান্ডার্ড হিসাবে এক কেজি চালের দাম ৪০ টাকা ধরা যেতে পারে।
এই কার্যক্রমটি বন্যার্তদের জন্য। আমিনুর ভাইয়ের পোষ্টে বন্যার্তদের সাহায্যার্থে টাকা সংগ্রহের জন্য বিকাশ ও ব্যাংক একাউন্ট নম্বার দেয়া হয়েছে। এবং অলরেডি বিকাশে টাকা পাঠানো ও নমিনেট শুরু হয়ে গেছে ব্লগারদের মধ্যে।

এছাড়া দেশব্যাপি রাইচ বাকেট চ্যালেঞ্জের কার্যক্রম বেড়েই চলেছে। তারকাদের অংশগহণে আইচ বাকেট চ্যালেঞ্জ এর মতোই জনপ্রিয় হয়ে উঠছে কার্যক্রমটি। যখন আমার আপনার প্রিয় তারকা কাজটি করবেন তখন আমার আপনার ভেতরে কাজটি করার উৎসাহ বহুগুনে বেড়ে যাবে।


সাকিব আল হাসান এর রাইচ বাকেট চ্যালেঞ্জ গ্রহন


১লা সেপ্টেম্বর রাত একটায় ATN News এর YoungNite প্রোগ্রামে রাইচ বাকেট চ্যালেঞ্জ নিয়ে কথা হয়। অংশগ্রহন করেন আরিফ ভাইয়ের নমিনেটেড বিডি সাইক্লিস্ট গ্রুপের মডারেটর Fuad Ahasan ChowdhuryMainul Islam Rahat

গায়ক তাহসান নমিনেটেট হয়ে তার ওয়ালে লিখেছিলেন,
আরিফ আর হোসেইন এর স্টেটাসটা পড়লাম।
আজ সুটিং এ আছি তাই পুরো উত্তরটা দিতে পারছিনা।
শুধু বলতে আসলাম যে, রাইস বাকেট চ্যালেঞ্জ অ্যাক্সেপ্টেড।

আগামীকাল দেখা হবে বালতি হাতে।


এবং উনি চ্যালেঞ্জ পূর্ন করে স্ট্যাটাস দেন ,
একজন ইনবক্সে লিখে পাঠিয়েছেন যে রাইস বাকেট চ্যালেঞ্জ দিয়ে আমরা নাকি চালের দাম বাড়িয়ে দেব। আবার আরেকজন লিখেছেন এসব লোকদেখানো ভালো কাজের কোন অর্থ নেই।

কি মুশকিলরে বাবা!

এক সময় ভাবতাম আমাদের দেশে আমরা সেলেব্রিটিরা জনহিতকর কাজ এতো কম করি কেনো? উত্তর পেয়ে গিয়েছি। কিন্তু আর ভাবার টাইম নেই। সবাইকে খুশী করা আমার কাজ না। যার হাতে এই চালের প্যাক তুলে দিলাম, তার খুশীটাই আসল।

শুধুমাত্র অন্ধভক্তদের উদ্দেশ্যে বলছি: অন্য কারো হাতে চাল তুলে দিতে আমন্ত্রন রইল


তাহসান তার পেজে তার নিজের কিংবা চাল গ্রহিতার কোন ছবি দেননি। দিয়েছেন একটা চালের প্যাকেট ও গ্রহিতার হাতের ছবি।লিঙ্ক

এছাড়া রকমারি ডট কম (http://rokomari.com/) নামের অনলাইন বুক শপ প্রাতিষ্ঠানিক ভাবে রাইস বাকেট চ্যালেঞ্জ একসেপ্ট করে আরও কিছু প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়েছে। ব্যক্তি পর্যায় থেকে এটা এখন একটা ক্ষুদ্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

মূলপোষ্ট:

বাইরে ঘুরতে গিয়ে অনেক সময় একা মানুষ ক্যামেরার সামনে দাড়াবো নাকি পেছনে দাড়াবো এই সমস্যায় নিজেরই হাত লম্বা করে ক্যামেরার লেন্স উল্টা ঘুরিয়ে নিজের ছবি তুলতাম। এটা অনেক আগে অনেক বার করেছি। কিছুদিন আগে থেকে দেখছি এই এই স্টাইলটা একটা আর্ট হয়ে গেছে। কি সুন্দর একাটা নামও পেয়েছে সে। সেলফি। এই সেলফি'র হুজুকে এখন ভাসছে পৃথিবী। পথে ঘাটে অনেক বিপদজনক সেলফিও তুলছেন অনেকে। এটাকে বলা যেতে পারে হুজুকে বিশ্ববাসী। কেউ একটা কিছু শুরু করলে তার দেখা দেখি অন্যরাও সেটা করতে উদ্যত হয়।

মানুষের মধ্যে হুজুকে মাতার এই প্রবৃত্তিকে কাজে লাগানোর নতুন একটা হুজুক শুরু হয়েছে ইদানিং। যার নাম Ice bucket challenge।

চ্যালেঞ্জ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অংশগ্রহণকারীকে চ্যালেঞ্জ গ্রহন করেছে এই ঘোষনা দিতে হবে এবং বড় এক বাকেট বরফজল তার মাথার ওপর ঢালার দৃশ্য ভিডিও করে অনলাইনে প্রকাশ করতে হবে। এটাই হলো আইচ বাকেট চ্যালেঞ্জের নিয়ম। তবে এই এটি শুধু মাথায় বরফজল ঢালার মধ্যেই সীমাবদ্ধ নয়। অংশগ্রহন কারীদেরকে একটা ডোনেশন দিতে হয় amyotrophic lateral sclerosis সংক্ষেপে যাকে বলা হয় ALS রোগ সম্পর্কিত সচেতনা বৃদ্ধি ও গবেষনা জন্য গঠিত চ্যারিটি ফান্ডে। প্রাথমিকভাবে এই ডোনেশনের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ ডলার। তবে যদি নমিনেট করা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে বরফজল মাথায় না ঢালেন তবে তাকে ১০০ ডলার দিতে হবে।

দ্যা নিউইয়র্ক টাইমসের একটা জরিপে প্রকাশ জুনের ১ তারিখ থেকে আগষ্টের ১৩ তারিখ পর্যন্ত ফেসবুকে ১.২ মিলিয়ন ও ২৯ শে জুলাই থেকে ১৭ই আগষ্টের মধ্যে টুইটারে ২.২ মিলিয়ন আইচ বাকেট চ্যালেঞ্জের ভিডিও আপলোড হয়েছে।

amyotrophic lateral sclerosis রোগের চিকিৎসা ও গবেষণার জন্য ফান্ড গঠনের উদ্দেশ্যে ২০১৩ সালের মাঝামাঝি সময়ে শুরু হয় কোল্ড ওয়াটার চ্যালেঞ্জ। নর্দান আমেরিকার মিড়িয়াতে বেশ হইচই ফেলে দেয় বিষয়টি। এবং এই চ্যারিটি ফান্ডের এই কৌশলটি খুব পপুলার হয়ে ওঠে খুব তাড়াতাড়ি। পরবর্তীতে ২০১৪ সালের জুলাই-আগষ্টে এসে এটি হয়ে ওঠে আইচ বাকেট চ্যালেঞ্জ। ALS এ্যসোসিয়েশনের মতে আইচ বাকেট চ্যালেঞ্জ শুরু হবার আগে আমারিকার মোট জনসংখ্যর অর্ধেকই amyotrophic lateral sclerosis ডিজিজ সম্পর্কে জানতো না।

টিভি অভিনেতা ম্যাট লুর এবং গলফার ক্রিস কেনেডি ১৫ই জুলাই একটি টিভি প্রোগ্রামে আইচ বাকেট চ্যালেঞ্জ গ্রহণ করেন। পরবর্তীতে বেসবল প্লেয়ার বোষ্টন কলিগ যিনি নিজেই Amyotrophic_lateral_sclerosis রোগে আক্রান্ত প্রথম টুইটারে আইচ বাকেট চ্যালেঞ্জ নিয়ে পোষ্ট দেন। তার এই টুইট টিকে ধরা হয় ALS নিয়ে প্রাথমিক ও বৃহত্তর ফোকাস।

প্রাথমিক পর্যায়ে বড় বড় ব্যাক্তিত্ব ও সেলিব্রেটিদেরকে চ্যালেঞ্জ করার কারনে এটি খুব তাড়াতাড়ি সেটি ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চ্যালেঞ্জ করেন ইথেল কেনেডি। কিন্তু তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ না করে ১০০ ডলার ডোনেট করেন। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আইচ বাকেট চ্যালেঞ্জ গ্রহন করে বিল ক্লিনটন কে নমিনেট করেন।


সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আইচ বাকেট চ্যালেঞ্জ গ্রহণ।

বিশ্বের সব নামকরা তারকারা একে একে এই চ্যালেঞ্জ গ্রহন করে ভিডিও আপলোড দিয়েছেন। সম্প্রতি আমাদের দেশেও শুরু হয়ে গিয়েছিল এই আইচ বাকেট চ্যালেঞ্জ। তবে হঠাৎ করে এই চ্যালেঞ্জের মোটিভ চেঞ্জ হয়ে গেল। আইচ হয়ে গেল রাইচ। Ice আর আগে একটা R লাগিয়ে করে দেয়া হল Rice।

এটা ঠিক হুজুকে বাঙালি নয়, মানুষের পাশে দাড়ানোর জন্য যে সুন্দর একটা মনের দরকার, আমি মনে করি আমরা বাঙালিরা সেই মনের অধিকারী। তাই বিশ্ব যখন মেতেছে ice bucket challenge নিয়ে তখন আমরা শুরু করা দিলাম Rice bucket challenge। ব্যাপারটা খুবই সহজ। আপনি আপনার সাধ্য মতো একজন গরিব, দুঃখীকে এক বাকেট চাল দিবেন এবং আপনার পছন্দের সাতজনকে নমিনেট করবেন। সেই সাতজন চব্বিশ ঘণ্টার মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে আরো সাতজন অসহায় মানুষকে এক বাকেট করে চাল দিয়ে আরো সাত জনকে নমিনেট করবেন। এই ভাবেই ফিউশন বিক্রিয়ায় মতো করে প্রক্রিয়াটা ছডিয়ে পড়বে পুরো সমাজে।

দেশের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর এই উদ্যোগটা ঠিক কোথায় কবে শুরু হয়েছিল সেটা বলা মুশকিল, তবে শুরু হয়ে গেছে। যদিও শুরুটা বা আইডিয়ার উদ্ভাবক নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ইন্ডিয়ার হায়দ্রাবাদে রাইচ বাকেট চ্যালেঞ্জের খবর নিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে একটা রিপোর্ট হয়। Hyderabad woman's rice bucket challenge becomes a boon for poor এবং ইন্ডিয়াতে খোলা প্রথম Rice Bucket Challenge এর ফেসবুক পেজে নিয়মিত আপডেট জানানো হয় এই কার্যক্রমের। যার লিঙ্ক। তবে আমার দেখা মতে বাংলাদেশে এই আইডিয়াটা ফেসবুকের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়ে দেন Arif R Hossain

তিনি প্রথমে
- ক্রিকেটার সাকিব আল হাসান
- চলচিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী
- লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক
- অর্থহীন ব্যান্ডের সুমন ভাই
- সঙ্গীতশিল্পী, অভিনেতা তাহসান খান
- মজা লস পেইজের এডমিন চৌধুরী সাহেব
- বিডি সাইক্লিস্ট গ্রুপের মডারেটর ফুয়াদ ভাই

এই সাতজনকে নমিনেট করেন। এবং তার হিসাব অনুযায়ী এই ৭ জন যদি আরও ৭ জনকে নমিনেট করে... আর প্রত্যেকে যদি শুধু ১ কেজি চালও দেয়... আর এভাবে যদি মাত্র ১০টা স্টেইজও পার হয়... তাহলে বিতরনকৃত চালের পরিমান কতো দাঁড়াবে জানেন?????

কয়েক হাজার কেজি না... কয়েক লক্ষ কেজিও না

২৮ কোটি কেজির বেশী

... আই রিপিট, ২৮২৪৭৫২৪৯ কেজি

একটা ফ্যামিলিকে দেয়া ১ কেজি চাল দিয়ে যদি ৪ জন লোকও পেট্টা ভরে খায়, তাহলে মানুষের পরিমান হয় ১০০ কোটি




মাত্র দুই তিন দিনের মধ্যেই বিষয়টা মানুষের মধ্যে এমন ভাবে নাড়া দিতে পেরেছে যে ফেসবুকের নিউজফিড ভরে যাচ্ছে rice bucket challenge এর ছবি ও ইউটিউব ভিডিও তে।

ফেসবুক থেকে কয়েকটা রাইচ বাকেট চ্যালেঞ্জের লিঙ্ক।

লিঙ্ক ১ , লিঙ্ক ২ , লিঙ্ক ৩ , লিঙ্ক ৪ , লিঙ্ক ৫ , লিঙ্ক ৬

বাংলাদেশে Rice Bucket Challenge এর সমস্ত আপডেট পাওয়া যাবে এই পেজে। Rice Bucket Challenge Bangladesh

শুরুটা কে করেছিল সে কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি না করে আসুন আমরা সবাই এগিয়ে আসি। কোন কথা আমি আমার ওয়ালে লিখলে যতটুকু কাজ হবে দেড় লক্ষ ফলোয়ারের Arif R Hossain লিখলে তার থেকে অনেক অনেক বেশী কাজ হবে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোটাই মুল কথা। মেসেজটা যার কাছে যেভাবেই আসুক তার পাশের একজন অসহায় মানুষও যদি এক কেজি চাল পায় তবে তো সেটিই মানবতার জয়। আমরা হুজুকে বাঙালি বলে পরিচিত। মানবতাকে স্যালুট দিয়ে হুজুকে না হয় আর একবার মাতলাম আমরা।

এর আগে আমরা অনেকবার ব্লগীয় প্লাটফর্মে দাঁড়িয়ে অনেক কাজ করেছি। রুশান কে বাঁচানোর জন্য যে লড়াই ছিল সেটা মনে রাখার মতো। এছাড়া গত ঈদে শ্রদ্ধেয় ব্লগার আমিনুর রহমান এর পোষ্ট ছিল এবারের ঈদে প্রতিটি শিশুর মুখে হাসি ফুটে উঠুক

ছিল ব্লগার মুসাশি'র পোষ্ট ''হুইলচেয়ারে বসেই গড়বে আগামীর পৃথিবী" ইভেন্ট আপডেট ও শেষ সময়ে লক্ষ্যপূরনে এগিয়ে আসার আহ্বান
শীতার্তদের পাশে দাড়িয়েছে সামুর ব্লগাররা। সামহোয়্যারইন... ব্লগ এর ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম

দেশে বন্যা দূর্গত নিয়ে আমরা বিভিন্ন সময়ে অনেক কাজ করেছি। এখন আবার দেশে বন্যার ভয়াবহতা নিয়ে একটা ইভেন্ট তৈরি করার সময় হয়েছে। এই রাইচ বাকেট কিংবা হোক আইচ বাকেট চ্যালেঞ্জের মাধ্যমে আমরা বন্যা দূর্গতদের জন্যও ফান্ড গঠন করতে পারি।

ফিউশনটা যে কোন জায়গা থেকে শুরু হতে পারে। কারো নমিনেটের জন্য অপেক্ষা না করে আমি বা আপনিই শুরু করতেই পারি। এক কেজি চাল, একটা ক্লিক, আর ফেসবুকের সাতজন বন্ধুকে ট্যাগ দিয়ে নমিনেট করা একটা পোষ্ট। এটাই মানবতার জয়ের পথে একটা স্টেপ। তবে মাইলফলক তৈরির জন্য যথেষ্ঠ।


পোষ্ট আপডেট হবে......

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৭
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাঁদ কুঠরির কাব্যঃ মিসড কল

লিখেছেন রানার ব্লগ, ০২ রা মে, ২০২৪ রাত ৯:৫৫



নতুন নতুন শহরে এলে মনে হয় প্রতি টি ছেলেরি এক টা প্রেম করতে ইচ্ছে হয় । এর পেছনের কারন যা আমার মনে হয় তা হলো, বাড়িতে মা, বোনের আদরে... ...বাকিটুকু পড়ুন

হিটস্ট্রোক - লক্ষণ ও তাৎক্ষণিক করণীয়

লিখেছেন ঢাকার লোক, ০২ রা মে, ২০২৪ রাত ১০:০৭

সাধারণত গরমে পরিশ্রম করার ফলে হিটস্ট্রোক হতে পারে। এতে দেহের তাপমাত্রা অতি দ্রুত বেড়ে ১০৪ ডিগ্রী ফারেনহাইট বা তারও বেশি হয়ে যেতে পারে।

হিটস্ট্রোক জরুরি চিকিৎসা প্রয়োজন। চিকিৎসা... ...বাকিটুকু পড়ুন

আল্লাহকে অবিশ্বাস করার সংগত কোন কারণ নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা মে, ২০২৪ রাত ১০:৪৩



সব কিছু এমনি এমনি হতে পারলে আল্লাহ এমনি এমনি হতে সমস্যা নাই। বীগ ব্যাং এ সব কিছু হতে পারলে আল্লাহও হতে পারেন। সব কিছুর প্রথম ঈশ্বর কণা হতে পারলে আল্লাহও... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্রে ইসরাইল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ

লিখেছেন হাসান কালবৈশাখী, ০৩ রা মে, ২০২৪ সকাল ৮:০২

গাজায় হামাস উচ্ছেদ অতি সন্নিকটে হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক ও লসএঞ্জেলসে কয়েকটি বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ ছড়িয়ে পরেছিল। আস্তে আস্তে নিউ ইয়র্ক ও অন্যান্ন ইউনিভার্সিটিতে বিক্ষোভকারীরা রীতিমত তাঁবু টানিয়ে সেখানে অবস্থান নিয়েছিল।


... ...বাকিটুকু পড়ুন

৫০১–এর মুক্তিতে অনেকেই আলহামদুলিল্লাহ বলছে…

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৩ রা মে, ২০২৪ বিকাল ৩:০০



১. মামুনুল হক কোন সময় ৫০১-এ ধরা পড়েছিলেন? যে সময় অনেক মাদ্রাসা ছাত্র রাজনৈতিক হত্যাকান্ডের শিকার হয়েছিল। দেশ তখন উত্তাল। ঐ সময় তার মত পরিচিত একজন লোকের কীভাবে মাথায় আসলো... ...বাকিটুকু পড়ুন

×