ঝা ঝা দুপুরে
নটর ডেম কলেজের সামনে দাঁড়িয়ে
অপেক্ষা- পরবতর্ী 17 নং বিকল্প বাসের
চেয়ে দেখি এক ঝাক জোনাকী পোকা
আলো ছড়াচ্ছে আঁধারে
হঠাৎ বৃষ্টি- মুষল ধারে
ওপরে মেঘহীন স্বচ্ছ নীলাকাশ
নীচে বৃষ্টিস্নাত কালো পথ
মাঝখানে স্যান্ডউইচ আমি- তৃষ্ণার্ত
জোনাকীরা ধার দিলো একটুকরো আগুন
ঊর্দিপড়া বাবুর্চি আমি
বার্বিকিউ করছি একটা আস্ত ষাঁড়- চামড়াসু্দ্ধ
সাগরের ফেনিল ঢেউ ভিজিয়ে দিয়ে গেলো
আমার দুটি পা- অযথাই
নিভে গেলো হাতের জ্বলন্ত সিগারেট
সেই প্রখর রৌদ্রের দাবানলে
আফ্রিকার গহীন জঙ্গলে পশুপাখিদের
অকান্ত ছুটোছুটি
সিভিল ড্রেসের গোয়েন্দা আমি খুঁজে ফিরি
সেই এক ঝাক জোনাকীদের
ঝা ঝা দুপুরে
নটর ডেম কলেজের সামনে দাঁড়িয়ে
অপেক্ষা- পরবতর্ী 17 নং বিকল্প বাসের-
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৬ ভোর ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



