চেয়ে দেখি শুধু এই আমি
আছি। বাকি সব গেছে হারিয়ে-
সময়ের আড়ালে। কেউ বা ওপাশে,
এপাশে আজ কেউ নেই সাথে;
নেই- কেউ নেই: সময়ের দংশনে
আমি একা আবারো- সবার মাঝে।
একাকীত্বের ভালোবাসায় হারাই
নশ্বর পৃথি্ব-এ কোথাও সে নাই... ...
-----------------------------------
২৪ নভেম্বর ২০০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



