ভাঙা বারান্দায় সেই ম্যাগপাই নেই
কেবল আমি দাঁড়িয়ে, খালি পা
মেরামতের সরঞ্জাম অবহেলার আলস্যে
গোমট মৃত্যুর শীতল ছোবল
চোখ বুজলেই বিতৃষ্ণা- শুষ্কতা
তুমি বলে কিছুর অস্তিত্ব সত্তায় নেই
কোষে কোষে কোলাহলে এক আমি
অবহেলায়
হীন
জন্মগত আক্রোশের ধারে ছিন্নবিচ্ছিন্ন
পাখির শব কবেই আবর্জনা হয়ে গেছে!
এখানে এখনো একাকী জীবন্ত মৃত্তিকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


