somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যার ইন ব্লগারগণঃ কে কোথা থেকে ব্লগিং করছেন

২১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়্যার ইন এ এখন কতজন ব্লগার আছেন, কতজন নিয়মিত ব্লগিং করছেন তার সঠিক হিসেবটা আমার জানা নাই । তবে সারাবিশ্বের বেশির ভাগ দেশই বাঙালিদের পদধূলায় সিক্ত আর বিশ্বের সেইসব নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের ছোঁয়ায় এই ব্লগও আজ অনেক ঋদ্ধ ।
..... কেউ বাসায়, কেউ অফিসের বসের চোখ ফাকি দিয়ে, কেউ সাইবার ক্যাফে বসে । কেউ দিনে, কেউ রাতে বউকে ঘুম পারিয়ে রেখে কেউ দেশে , কেউ প্রবাসে । নানাভাবে , নানা জায়গায় থেকে ব্লগিং করছেন ... সেইসব নানা প্রান্তে ছড়িয়ে থাকা ব্লগাররা এমনকি দেশের আনাচে কানাচে কে কোথা থেকে ব্লগিং করেন তা কিন্তু সবার জানা হয়ে ওঠে না । সেই বাসনা থেকেই এমন একটি পোস্ট করেছিলাম ০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ "সামহোয়্যার ব্লগারগণঃ কে কোথা থেকে কিভাবে ব্লগিং করছেন" তখন অনেকেই শেয়ার করেছিলেন কে কোথা থেকে কিভাবে ব্লগিং করেন (তাদেরটা জানতে পোস্টের লিংক ক্লিক করুন) । এরপর অনেকদিন পেরিয়ে গেছে; এর মাঝে এই ব্লগে যুক্ত হয়েছেন, হচ্ছেন অনেক ব্লগার । তাদের ব্লগ গুলো কোত্থেকে লেখা হয় ??
আপনাদের সকলকেই আমন্ত্রণ, আপনাদের মন্তব্যের জন্য ....
আগের পোস্টের মন্তব্যগুলো, কে কোথা থেকে ব্লগিং করেন
১.এরশাদ বাদশা : সুন্দর পোস্ট। আমাকে দিয়েই শুরু হোক অভিজ্ঞতার গল্প। আমি আবুধাবীতে থাকি। কবিদা মোস্তাকিম রাহী নেট ঘাটতে ঘাটতেই একদিন সা,ইন এর সন্ধান পেলেন। দেখতাম, দিন নেই রাত নেই বসে আছেন ব্লগ নিয়ে। প্রথম প্রথম খুব অনীহা দেখাতাম, আপনার কলিগদের মতো। তারপর একদিন ভাইয়ার পীড়াপীড়িতেই বসলাম। ভাইয়া বলো, তোর সাহিত্য কর্ম গুলোর কোন গতি করতে চাইলে এটাই সুযোগ। ছেড়ে দে ব্লগে। কেউ পড়লে ভালো , না পড়লেও ক্ষতি নেই। অনলাইনে লেখাগুলো থাকলো। তার কথা মতো শুরু হলো ব্লগিং। প্রথম পোস্ট করলাম আমার সবচাইতে প্রিয় গল্প সহযাত্রী। প্রথম দিকে তেমন রেসপন্স পাইনি। তবে যারা পড়েছেন, তারা উচ্চকিত কন্ঠে প্রশংসা করেছেন। এভাবে সা,ইনের সাথে যুক্ত হলাম। এখন লেখা পোস্ট করলে সাহিত্য মনা ব্লগারগন এসে ভীড় করেন। খুব ভালো লাগে যখন তারা প্রেরণা দেন।
২.সাদিক তাল : জ্বি স্যার... আপনার পাল্লায় পড়ে আজকে আমার এহাল....যাকে বলে গুরু মেরে জুতা দান । আমার মাঝে বেশ মজা হয়, শেয়ার বাজার ফেলে যখন ব্লগিং করি... হিহি... মানে বাজারে যেদিন বেচাকেনা কম, কাম শেয়ারের হাউজে... হে হে
৩.বিবর্তনবাদী: এইবার আমার পালা। আমি ব্লগিং করি পুরান ঢাকার বাসা থেকে। ব্লগিং বয়স মাত্র ৩ মাস ১ সপ্তাহ। আপনে যদি দেড় বছরের ব্লগিং এ বসতে শিখেন, তো আমি এখনও মায়ের কোলেই আছি। মূলত, সারা রাত ব্লগে থাকি। তো ব্লগ পড়ি-লিখি বইলা ঘুম আসে না, নাকি ঘুম আসে ন বইলা ব্লগ-পড়ি লিখি ঠিক বুঝি না।
ইউজ করি ডায়াল আপ। আগে মাসে ৩০০ টাকার কার্ড কিনতাম ১০০ ঘন্টা (ও-নেট)। এখন মাসে আর ৩০০ টাকায় কুলায় না। ছাত্র এসএসসি দিবে এইবার, তারপর কামাই বন্ধ। তারপর ব্লগিং কেমনে করব জানি না। তা ব্লগিং কইরা যদি কামাই করা যায় খারাপ হয় না। এখন যে হারে ব্লগিং করতেছি, পাবলিকে পয়সা দিলে বর্তমান বাজারে না খাইয়া থাকতে হইব না।
৪. লাভলুদা: আপনার পোস্টটি এতই ভাল লেগেছে যে, লগইন করে কমেন্ট করার লোভ সামলাতে পারলাম না। :)
আমি ব্যক্তিগত ভাবে ব্লগ লিখি সেই ২০০৫ সাল থেকে (ইংরেজীতে)। সা.ই এ রেজিস্ট্রেশন করি সেই ২০০৬ এর প্রথম দিকে। কিন্তু ব্যবহার না করার ফলে আমার ব্লগটিতে কিছু সমস্যা হয়। ২০০৭ এ আবারো রেজিস্ট্রেশন করি। আর অফিস বলেন আর বাসায় বলেন , সব সময় সা.ই. একটা ব্রাউজারে খোলা থাকে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
৫. জমির মাতব্বর : ২০০৬ সালে ঢোকা হতো বেশ। রেজিস্ট্রি করিনি তখন। দেশে ফেরার পর আবার আগ্রহী হলাম। আমি যে কোচিং সেন্টারে (প্রাইভেট বিশ্ববিদ্যালয়) পড়াই সেখানে আমার রুমে ফ্রি থাকলে পড়া হয়। লেখা হয় কম। বাসায় আমার পিসির সঙ্গে টিভি কার্ড, বউ ব্যস্ত রাখে। তারপরও একাডেমিক পারপাস যখন কাজ করি, তখন দেখা হয়। আশা আছে নিয়মিত হওয়া
৬.মুকুল : মহান মুকুল নোয়াখালী থেকে তাঁর নিজ বাড়ীতে বইসা ব্লগান।:)
৭. মৈথুনানন্দ : আমি রেভল্ভিং চেয়ার থেকে শাল মুড়ি দিয়ে ব্লগিং করছি।
৮. মিয়াবেপারী: সহজে যে সহজ কথাটা যায় না বলা........
নিজের বয়স তো কেউ আর ঘটা করে বলতে চায় না...
ব্লগ এ লিখা বা ব্লগের আধীকারি হয়ে ব্লগবাসী হওয়া একটা বিষয় বটে.....
আগে ঠিক বুঝে উঠতে পাড়ি নাই ব্লগ কি ?
আমার ব্লগ দেখেন মোট পোস্ট এর সংখ্যা ৭৭টি,
মন্তব্য করেছি ৮৭টি, মন্তব্য পেয়েছি ১৯৯টি,
ব্লগ এর বয়স হয়েছে ১ বছর ৮ মাস .....
লিখি কেমন তা জানি না তবে পড়ি যখন সময় পাই তখনই পড়ি...আমি একজন প্রবাসী ব্লগার সুদুর লিবিয়া থেকে.....
নোট : এমনই এক লেখার ভাবনা আমার মাথায় ঘুরতে ছিল.....
ধন্যবাদ আপনাকে
৯. শামীম রিয়াজ: আমি ব্লগ পড়ছি ২০০৭ এর গোড়া থেকে, মাঝে মাঝে ব্লগ খুলে পড়তাম। রেজিস্ট্রেশন করেছি মাস চারেক হল। তেমন লিখিনা, পড়তেই বেশি ভাল লাগে!
তাই বলা যায় ব্লগ পড়ি লন্ডন থেকে, ধন্যবাদ।
১০.শামীম রিয়াজ : ও আচ্ছা, এই ব্লগের সন্ধান কি করে পেলাম সেটা বলা হয়নি...ব্লগস্পটে সামীহা এষা নাম্নী এক ব্লগার এর লেখা থেকে এই ব্লগের বিষয়ে প্রথম জানতে পারি।
১১.!গন্ডার :মহান গন্ডু ইউনির ডর্ম থাইকা ব্লগান,ব্লগ বয়স ১ দিন কারন তিনি খুব ঘনঘন পুনরজন্ম গ্রহন করতে হয় মহান মডুরামদের কৃপায়।
* পোস্ট করেছেন: ৩টি
* মন্তব্য করেছেন: ৭৯টি
* মন্তব্য পেয়েছেন: ৭৬টি
* ব্লগ লিখছেন: ১ দিন ১৩ ঘন্টা
* ব্লগটি মোট ৫১৮ বার দেখা হয়েছে
১২. নরাধম: নরাধম ব্লগিং করেন বাসায় লেপটপ অথবা ইউনিভার্সিটির লাইব্রেরী থিকা।
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ২৬টি
মন্তব্য করেছেন: ২৭০০টি
মন্তব্য পেয়েছেন: ১০৯৯টি
ব্লগ লিখছেন: ৩ মাস ৪ দিন
ব্লগটি মোট ১২৮৭২ বার দেখা হয়েছে
১৩. রাশেদ : আমি হল থাইকা আর ডিপার্টমেন্টের পিসি থাইকা বল্গাই।
* পোস্ট করেছেন: ২২টি
এভাবেই বাঁধ ভাঙ্গার আওয়াজ অবসরের সঙ্গী হয়ে গেলো।
১৪.হট্টগোল :
ব্লগ লিখছেন: ৮ মাস ১ সপ্তাহ
কিন্তু মাল আমি বহুত পুরান। পাশ্চাত্য থেকে ব্লগাই। অফিসে ধুন্ধুমার ঝাড়ি খাইছি ব্লগিংয়ের লাইগা। তারপরও অফিসে ব্লগিং করি। বাসা থেকে তো বটেই।
বন্ধুর মারফত সামহোয়ারের খোঁজ পাই। রাজাকারি অত্যাচারে ব্লগিং ছাড়ছি/ আবার ফেরত আইছি।
১৫.েজবীন : মেসেন্জারের এক ফ্রেন্ড দিলো সা.ইন এর খোজঁ,বাসার থেকে ব্লগাই, ভাইটা অফিস থেকে ফিরলে উৎখাতিত হই বড়ই স্বৈরাচারী কায়দায়:( লেখতে পারিনা , পড়তে আর বন্ধুদের খুচাতেই ব্লগে আসা হয় বেশি:)
১৬. ব্লাডি ডে : From my keyboard, any where i seat or my heart wants! though it ain't my passion yet because of language!
but i think i'll gonna like it!
১৭.রাগিব : ভুট্টা ক্ষেত থেকে লিখি। ১০ এমবিপিএসের ব্রডব্যান্ড লাইন, কখনোবা ল্যাবের গিগাবিট স্পিডের লিংক থেকেও ;)
অনেক আগেই এই ব্লগ দেখি, তবে ইউনিকোড হওয়ার আগে রাগ করে লিখিনি।
১৮. বাবুই : আমি বলগাই আপিস তেকে।
শুককুর বার বলগাই না। কারণ ওই দিন আমার ডে অপ।
পড়ি বেশি, লিখি কম।
বুঝি বেশি, বোঝাই কম।
ও হ্যা, +
১৯.সামী মিয়াদাদ : অফিস, ইউনির কম্পু ল্যাব, সাইবার ক্যাফে, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবের বাসা কোনটাই বাদ নাই...শুধু এখনও পর্যন্ত নিজের বাসা থেকেই করা হলোনা...তবে বেশী করা হয় অফিস থেকে.....আগের রাতে লিখে পরেরদিন ব্লগে এসে প্রকাশ...সেই কারনে রাতে অনুপস্হিত থাকতে হয়....শুক্রবার ইউনি থেকে ব্লগানো হয়....
২০. প্রত্যুৎপন্নমতিত্ব: আমি বলগাই আপিস তেকে।
শুককুর বার বলগাই না। কারণ ওই দিন আমার ডে অপ।
পড়ি বেশি, লিখি কম। ইদানিং ব্লগ এ কম ঢুকি
বুঝি বেশি, বোঝাই কম।
ও হ্যা, +
২১. আহমাদ মুজতবা : ami age basai pc theika bloggai tam...rat jaiga jaiga kintuk ekhon cafe theika bloggaitasi..hai re seidin ki r ase?? din bodlaise na..no prob abar ashbe hoitoba kokhono . lol.
পোস্ট করেছেন: ২৮৭টি
মন্তব্য করেছেন: ২৫৮৩টি
মন্তব্য পেয়েছেন: ৩৬৯৫টি
ব্লগ লিখছেন: ১১ মাস ৩ সপ্তাহ
ব্লগটি মোট ৪১৮৯২ বার দেখা হয়েছে
২২. নেহার পুরকায়স্থ : কবি নই, লেখকও নই। তবুও ব্লগাই। অফিসে কাজের ফাঁকে ব্লগ লিখি এবং পড়ি। আমার শহর সিলেট।
২৩.নাজিরুল হক : ব্লগের আমার ব্লগীং বয়স সো করছে ১ বছর ৬ মাস। কিন্তু আমি দুই বছরেরও বেশী সময় ধরে ব্লগাইতেছি। :)
গুগলে মাই বাংলা লিখে সার্চ দিয়া এই সামহোয়ার পাইছি। সেই সার্চে যে লিংকটি ছিল সেটা সম্ভবত এস এম মাহমুব মুর্শেদের ক্রন পোষ্ট ছিল। সেদিনই রেজি করলাম।
পরদিন কোন মেয়ে ব্লগার যেন তাজমহল ভিজিট করে সেই ছবি দিয়ে পোষ্ট দিয়ে ছিল। সেই ব।লগারের নামটা মনে নেই। কারণ পরে মাঝে কয়েকদিন ব্লগে আসতে পারিনি। আমি সেটাতে কমেন্টও করেছিলাম।
বর্তমানে বাসা থেকে বলগাই। অফিসে নেট ব্যাবহার কইরা একবার সে মাসের রিপোর্ট দিয়েছিলাম পরের মাসের ৬ তারিখ। এর পর থেইকা বসের পেদানী খাইয়া আর অফিসে বইসা বল্গাই না। :)
২৪. জেনারেল :আমি ব্লগিং করি নাজিরুল ভাইয়ের পাশের দেশ কাতারের দোহা থেকে।
হোটেলে (দোহার সিটি সেন্টারের পাশে) পিয়াজ কাটি, চোখে পিয়াজের ঝাজ লাগলে ব্লগিং করি।
২৫. তারার হাসি: আমি এই মাত্র সেদিন এর সন্ধান পেলাম আনন্দ আলোতে...কমপিউটার বিভাগে। এখানে যখন দেখলাম সবার ব্লগ, আমার খুব কস্ট হচ্ছিল, আমি এত পরে জেনেছি কেন? তোমরা কেঊ আমাকে ডাকনি , আমি খুব রাগ করেছি ।
:-(
২৬. সাইফুর :
ব্লগার পরিসংখ্যান
* পোস্ট করেছেন: ৩৩টি
* মন্তব্য করেছেন: ৫৫৫৫টি
* মন্তব্য পেয়েছেন: ১১৬৮টি
* ব্লগ লিখছেন: ৬ মাস ১ সপ্তাহ
* ব্লগটি মোট ১২০৫৮ বার দেখা হয়েছে
দিনে অফিস থেকে করি..তাই ব্লগে কমেন্টস বা পড়াটা কম হয়
রাতে বাসা থেকে করি..
২৭. পিক্সেল:
পোস্ট করেছেন: ১০টি
মন্তব্য করেছেন: ২১১টি
মন্তব্য পেয়েছেন: ১৫৫টি
ব্লগ লিখছেন: ৩ সপ্তাহ ২ ঘন্টা
ব্লগটি মোট ২৬৬৩ বার দেখা হয়েছে
দিনে রাতে যখন অবসর পাই সবসময় বাসা থেকে করি।
গুগলে এটার খোজ পেয়েছি। এসেই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। আমার ব্লগে গেলে বুঝতে পারবেন।
যাক ধীরে ধীরে সবার আপন হবো।
২৮. সাঈফ শেরিফ: "আমার বয়স ১ বছর ৬ মাস".............আমারও বয়স ১ বছর ৬ মাস :).......... +
২৯. শান্তির দেবদূত: পোস্ট করেছেন: ৭টি
মন্তব্য করেছেন: ৯৪টি
মন্তব্য পেয়েছেন: ৬০টি
ব্লগ লিখছেন: ২ সপ্তাহ ৪ দিন
ব্লগটি মোট ১১২২ বার দেখা হয়েছে
আমি নতুন , পাছার ফুল এখনো পরে নাই :P
বলগাই ল্যাব অথবা হোস্টেল থেকে। মালয়েশিয়াই আছি। কেন যে এত দেরিতে সাইটার খবর পাইলাম !!!
৩০. বকলম:
* পোস্ট করেছেন: ৬৭টি
* মন্তব্য করেছেন: ১৯১৩টি
* মন্তব্য পেয়েছেন: ৮১৯টি
* ব্লগ লিখছেন: ১ বছর ৫ মাস
* ব্লগটি মোট ১০৩৫৬ বার দেখা হয়েছে
ব্লগিং করি সৌদি আরব থেকে।(অনেকের আবার এই নামটির প্রতি এ্যলার্জি আছে, তাদের বিশ্বাস এখানে খুবই নিম্ন বুদ্ধি সম্পন্ন এবং নিম্ন পেশার বাঙালিরা থাকে)
ব্লগের ঠিকানা পাই ব্লগার সারিয়া থেকে।
পোষ্টের সংখ্যা অতি নগন্য। ব্লগ পড়ি তবে কমেন্ট করি কম পোষ্ট তারও কম।
ব্লগাই অফিস থেকে, বিড়ি ফুকি আর ব্লগাই, ব্লগাই আর বিড়ি ফুকি। অফিসের কোন কাজ আসলে কই বিজি আছি ।
৩১. অচেনা বাঙালি: এক বন্ধু ইত্তেফাকের একটা লিংক পাঠায় যেইখানে ওমর আল জাবির মিশোদের তৈরি পেজ ফ্ল্যাক্সের সেরা সাইট হওয়ার খবর ছিল। সেইখান থেকে মিশোর ব্যক্তিগত সাইটের লিংক পাই। আমার দেখা সর্বশ্রেষ্ঠ হোম পেইজ। তারপর মিশোর ইংরেজি ব্লগ সেখান থেকে সামিহা এষার ইংরেজি ব্লগে যাই। সামিহা এষার ব্লগে এই সামহয়ারইনের খোঁজ পাই। যদিও দুঃখের বিষয় পরবর্তীতে সামিহা এষাকে বাংলা ব্লগে ইংরেজি পোস্ট করার জন্য কয়েকবার জ্বালিয়েছি।
রেজিঃ করার(ডিসেঃ ০৬) পর টুকটাক লিখতাম । তখন ছাগুদের অত্যাচার ছিল প্রবল। ছাগু ঠাপাইতে ঠাপাইতে এ-টিমে ঢুকে যাই। এর মধ্যে কর্তৃপক্ষ ঘাড় ধইরা বের করে দেয়। তারপরও এই ব্লগের মায়া কাটাইতে না পাইরা আবারো আসি।
ব্লগিং করি অফিস থেকে। অফিসে যতক্ষণ থাকি ব্লগ খুলে হা করে তাকায় থাকি। ব্লগ দেখার ফাঁকে অফিসের কাজ করি।
৩২. তারার হাসি:
আমি সবার ছোট, আমার বয়স মাত্র ২ সপ্তাহ ৪ দিন।
কি মজা !
৩৩. সু-শান্ত: ভালো পোস্ট। আমি ব্লগাই অফিস থেকে। অফিস টা লন্ডনের সেন্ট্রাল জোনে।
প্রথম নাম শুনি নাসিম নামে এক বন্ধুর কাছ থেকে। প্রথম সামওয়ার দেখে ভেবেছিলাম এটা জামাত ইসলামির অফিসিয়াল ব্লগ। তাই অনেক দিন ভুলে ও এদিকে আসিনি। পরে রেজওয়ান বলল যে যেহেতু অনেক প্রো-৭১ ব্লগার এখান থেকে চলে গেছে কাজেই এটা জামাতি মনে হতেই পারে তাই বলে জামাতিদের খালি মাঠে গোল দেওয়া উচিত হবে না।
একথা শুনার পর রেজি করেছি , এখনো আছি। কয়দিন থাকা যাবে কে জানে!
৩৪. মুকুট: ধন্যবাদ,এই পোষ্টের জন্য!
আমি আমার পার্সোনাল চেম্বার (ইউনিভার্সিটির ) থেকে আপনাদের সাথে আড্ডা দেই! ঢাকা থেকে
৩৫. অমি রহমান পিয়াল: অফিস থেকে লগিন, বাসা থেকে ব্লগিং
৩৬. মিরাজ : ইউনিভার্সিটি এবং বাসা দু জায়গা থেকেই লগ ইন এবং দুই জায়গা থেকেই ব্লগিং ।
ইউনিভার্সিটি সেন্ট্রাল লন্ডনে এবং বাসা পূর্ব লন্ডনে ।
৩৭.ফারজানা মাহবুবা:
বাপরে! ধন্যবাদ প্রাপ্য করে নিতে হলে তো বলতেই হয়-
ব্লগে স্ব-ইচ্ছায় আসিনি, সন্ধ্যাবাতি টেনে টেনে আনছে। বলতে গেলে ধরিয়া বাঁধিয়া টানিয়া আনিয়া ছাড়িয়া দিয়াছে!
ব্লগ করি নিজের রুম থেকে :)
৩৮. আবাবিল: মফস্বলের এক বড় ভাইয়ের ফোন পাই সা. ইন বিষয়ে। কয়েকবার তাড়া দেয়ার পর খুজে বের করি। লিখতে শুরু করি। ঢুকেই গালিবাজদের কবলে পড়ে কয়দিন চোখে কানে শর্ষে ফুল দেখি। পরে পাল্টা ব্যাবস্থা নেই।
ডিসেম্বরের প্রথম থেকে আছি। ঢাকায় নিজ বাসভবনের কম্পিউটার রুম থেকে লিখি।
ছোট বোনটা পাশে বসে পড়ে কিন্তু রেজিস্ট্রেশন করার সাহস পায়না। কারণটা বুঝতেই পারছেন। কদিন ধরে শুনি প্লান করছে এমনভাবে ঢুকবে যেন কেউ বুঝতে না পারে ছেলে না মেয়ে। কোন নিক নেবে সে বিষয়ে পরামর্শ করে কয়েকবারই।
ক্লাস পুরোদমে শুরু হলে অনিয়মিত হতে হবে।
৩৯. মেহরাব শাহরিয়ার: ২০০৬ সালের ডিসেম্বরে ভার্সিটির ক্যাফেতে যাওয়ার পথে দু'বন্ধুকে হিমু ভাইয়ের লেখা নিয়ে আলাপ করতে শুনলাম । নটরডেম কলেজে পড়ার সময় থেকেই হিমু ভাইকে চিনতাম , কিন্তু কোথাকার কোন লেখা নিয়ে আলাপ হচ্ছে ধরতে পারিনি ।
এর পরপরই যে শব্দটা শুনলাম সেটা "সামহো্য়্যার ইন" । আমার এক বন্ধু তাঁর কিছুদিন আগেই তার "সামহোয়্যার ইন" নামক এক নরওয়েজিয়ান মালিকানাধীন আইটি ফার্মে ইন্টারভ্যু দিতে এসে ঘটে যাওয়া মজার অভিজ্ঞতার কথা বলেছিল । আইটি ফার্ম , সেটার মাঝে আবার লেখালেখি কি জিনিস , মেলাতে পারলাম না । জিজ্ঞেস করেই ফেললাম , জানলাম "সামহো্য়্যার ইন" এর একটি বাংলা ব্লগ থাকার কথা ।অনেক আগেই ব্লগ কথাটার সাথে পরিচয় ছিল অনেক আগে , কিন্তু কেন যেন কখনো ব্লগ কি জিনিস , খুলে দেখার উৎসাহ পাইনি ।
২০০৭ এর জানুয়ারীর প্রথম দিন হিমু ভাইয়ের ব্লগ খুঁজে বের করলাম , যতই পড়লাম মুগ্ধ হলাম । এর পর আর পেছনে ফিরে তাকাইনি । ৪ঠা জানুয়ারী , ২০০৭ ব্লগে রেজিস্ট্রেশন করলাম,রেজিস্ট্রেশনের পর প্রথম পড়েছিলাম "মিথিলা তালুকদার" এর একটি পোস্ট । ভালো করে বুঝতে পারলাম না , তাই শুরু থেকে মিথিলার সবগুলো পোস্ট পড়ে আসতে হল । সবগুলো পোস্ট পড়ার পর ভীষণ আবেগমথিত হয়েছিলাম , ব্লগ জয়েন করার প্রথম প্রহরেই প্রতারণার খপ্পরে পড়ে গেলাম ।মিথিলা নাটকের তখন শেষ অঙ্ক চলছে।মাত্র দশদিন পর মিথিলার ভার্চুয়াল মৃত্যু সবার মত আমাকেও ভীষণ নাড়া দিয়েছিল ।
মাঝে আড়াই মাস ছাড়া বাকিটা সময় নিয়মিতভাবেই ব্লগ পড়েছি ।
পোস্ট করেছেন: ৩৭টি
মন্তব্য করেছেন: ১৮৯৩টি
মন্তব্য পেয়েছেন: ৮৮৯টি
ব্লগ লিখছেন: ১ বছর ১ মাস
ব্লগটি মোট ১৬৬৪৩ বার দেখা হয়েছে
জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
৪০. মেহরাব শাহরিয়ার: ব্লগিং করেছি বাসায় বসে , বা বুয়েটের হলে বসে ।
তবে আরও বিস্তারিত বলতে গেলে , ব্লগ থেকে কখনো দূরে যেতে পারিনি । সুন্দরবন , যমুনা বা পদ্মার বুকে , গ্রামের বাড়িতে বসেও ব্লগিং চালিয়ে গেছি
৪১. মাহবুব সুমন: গুগলে সার্চ করে সামহো্য়্যারইন ব্লগের সন্ধান পাই।
মুলত বাসা থেকেই ব্লগ লিখি ও কমেন্ট করি।
অফিস থেকে ব্লগাই না (কারন কাজের সময় অন্য কিছু করতে চাই না)।
বাংলা টাইপ করা শেখা ব্লগের মাধ্যমেই।
ব্লগ পড়তেই বেশী ভালো লাগে, কমেন্ট করতেও।
ব্লগ লিখতে ভালো লাগে না এখন আর তেমন একটা।
৪২. বুমবুম: নেট ঘাটতে যাইয়া খোজ পাই ২০০৬ এ।রেগুলার পড়তেছি ২০০৭'র মিডল থেকে।পড়তে পড়তে ২০০৭'র শেষের দিকে রেজি করলাম।;)
বলগাই ল্যাপটপ থেইকা বাসায় অফিস সবখানে।সকালে অফিসে আইসা মেইল চেক না কইরা আগে চেক করি সা.ইন।বুঝেন ঠ্যালা!!!:)
পরিসংখ্যান খুবই খারাপ
পোস্ট করেছেন: ১৭টি
মন্তব্য করেছেন: ৩৬২টি
মন্তব্য পেয়েছেন: ১০৫টি
ব্লগ লিখছেন: ১ মাস ২ সপ্তাহ
ব্লগটি মোট ১৩০৭ বার দেখা হয়েছে
৪৩. কানার বাজার: আমাদের ভার্সিটি'র ক্লাসমেট দের ইয়াহু গ্রুপ এ রাগিব ভাই এর কোনো একটা লেখার লিঙ্ক দেয়া ছিলো। বহুদিন খোলা হয়নি। একদিন আড্ডায় কোনো ভাবে ঐটার কথা আসলো আর আমি গাধা বনে গেলাম।
পরদিন অফিসে গিয়ে প্রথম কাজটা করলাম এখানে রেজিস্ট্রেশন। সেটা ২০০৭ এর প্রথম দিকে। (এখন অবশ্য বাসা থেকে ব্লগ পড়ি --- লিখি বলাটা ঠিক হবে না মনে হয়।)
এরপর কিছুদিন অনেকগুলো কারনে অনিয়মিত ছিলাম। এরই মাঝে হ্যাকিং এর পাল্লায় পড়ে মেইল ঠিকানা বদলাতে হলো। ফলে নতুন নিকে ঢুকলাম। আগের হিস্ট্রি সব ক্লিয়ার (যদিও আহামরি কিছুই লিখিনি)।
ব্লগে মূলত পাঠক। বাকি যারা পরিসংখ্যান দিয়েছেন তাদের তুলনায় আমারটা এত ফকিরা যে দিতে পারলাম না।
ধন্যবাদ। ভাল উদ্যোগ।
৪৪. আবদুর রাজ্জাক শিপন: নিজের ঘরে তক্তপোষে বইসা ব্লগাই !
স্থান-রিয়াদ,সৌদী আরব ।
যেইখান থেইকা সব বাঙ্গালীগোরে খেদাইবে শুনা যায়তেছে,
কতক নরাধম বাঙ্গালীর (অবশ্যই ব্লগার নরাধম না!) কুকর্মের ফল হিসাবে !
আউল-ফাউল কবিতা লেখি,গল্পও সেইরম ! ভাবছিলাম শান্তিতে ওইগুলান পোষ্টামু এই ব্লগে । কিন্তু ছাগুদের উৎপাতে শান্তি বিনষ্ট হইছে । রাখাল না হইলেও,ছাগু তাড়ানীতে মনোযোগ দিতে হইলো !
জানেনতো,পাকী ছাগল(পাছা) আর ভারতীয় ছাগল (ভাছা)রা চান্স পাইলেই লাইদা জায়গাটারে দুর্গন্ধ করে !
আমার আউল-ফাউল সাহিত্য চর্চা মাঠে মাইর খাইছে !
৪৫.আহমেদ সালাহউদ্দিন সুপ্রিয় : আহমেদ সালাহউদ্দিন সুপ্রিয় ভাইজান ব্লগিং করতেছেন লাপটপ কোলে নিয়া। টেমস নদীর উত্তর পার থাইকা।
৪৬. আরিফুর রহমান : আরিফুর রহমানের গত চাইর মাস যাবৎ এডিক্টেড। রিহ্যাবিলিটেশন খুজতেছে।
বিলাতের হার্টফোর্ডশায়ারে চাকরির লাঙ্গল টানার ফাঁকে ফাঁকে সে এইখানে ঢু মাইরা যায়। বাসায় পৌছায়া কি করে সেইটা আকলমন্দরা বুইঝা নেন।
পোস্ট করেছেন: ২২টি
মন্তব্য করেছেন: ৮৬৩টি
মন্তব্য পেয়েছেন: ১৭৬টি
ব্লগ লিখছেন: ৪ মাস ১ সপ্তাহ
ব্লগটি মোট ৫৩০৯ বার দেখা হয়েছে
৪৭.রাতমজুর : অফিস এবং বাসা থেকে। অফিস এ ডেডিকেটেড ৫১২ আর বাসায় জিপি এজ ঘাপাই মোবাইল থেইকা।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩১
৮১টি মন্তব্য ৮২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনি কি পথখাবার খান? তাহলে এই লেখাটি আপনার জন্য

লিখেছেন মিশু মিলন, ২২ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৪

আগে যখন মাঝে মাঝে বিকেল-সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, তখন খাবার নিয়ে আমার জন্য ওরা বেশ বিড়ম্বনায় পড়ত। আমি পথখাবার খাই না। ফলে সোরওয়ার্দী উদ্যানে আড্ডা দিতে দিতে ক্ষিধে পেলে... ...বাকিটুকু পড়ুন

কষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৯



দেহটা মনের সাথে দৌড়ে পারে না
মন উড়ে চলে যায় বহু দূর স্থানে
ক্লান্ত দেহ পড়ে থাকে বিশ্রামে
একরাশ হতাশায় মন দেহে ফিরে।

সময়ের চাকা ঘুরতে থাকে অবিরত
কি অর্জন হলো হিসাব... ...বাকিটুকু পড়ুন

রম্য : মদ্যপান !

লিখেছেন গেছো দাদা, ২৩ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৩

প্রখ্যাত শায়র মীর্জা গালিব একদিন তাঁর বোতল নিয়ে মসজিদে বসে মদ্যপান করছিলেন। বেশ মৌতাতে রয়েছেন তিনি। এদিকে মুসল্লিদের নজরে পড়েছে এই ঘটনা। তখন মুসল্লীরা রে রে করে এসে তাকে... ...বাকিটুকু পড়ুন

= নিরস জীবনের প্রতিচ্ছবি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১



এখন সময় নেই আর ভালোবাসার
ব্যস্ততার ঘাড়ে পা ঝুলিয়ে নিথর বসেছি,
চাইলেও ফেরত আসা যাবে না এখানে
সময় অল্প, গুছাতে হবে জমে যাওয়া কাজ।

বাতাসে সময় কুঁড়িয়েছি মুঠো ভরে
অবসরের বুকে শুয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

Instrumentation & Control (INC) সাবজেক্ট বাংলাদেশে নেই

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৫




শিক্ষা ব্যবস্থার মান যে বাংলাদেশে এক্কেবারেই খারাপ তা বলার কোনো সুযোগ নেই। সারাদিন শিক্ষার মান নিয়ে চেঁচামেচি করলেও বাংলাদেশের শিক্ষার্থীরাই বিশ্বের অনেক উন্নত দেশে সার্ভিস দিয়ে... ...বাকিটুকু পড়ুন

×