আজকের বিএনপির কিছু প্রোগ্রামে আমি মুগ্ধ। সব সুন্দরীদের সমাহার। আর বিএনপির মূল নেত্রী যে অনেক সুন্দরী তাতে তো কারোরই সন্দেহ থাকার কথা না। ছবিগুলো দেয়ার চেষ্টা করেছি। সুন্দরীরা আসছে এজন্য আমি তো মহা খুশি। কথায় বলে না , যারে দেখতে নারি, তার চলন বাঁকা। সেই সূত্রে দেখতে সুন্দর হলে কাজও সুন্দর হওয়ার কথা। দেখা যাক এরা ক্ষমতায় গেলে কি করে।
এগুলো আজ ছাত্রদলের একটি মানববন্ধন প্রচেষ্টাকে পুলিশ বাধা দিলে যে দৃশ্যের অবতারনা র্ঘটে তার ছবি। ছবিগুলি আজ প্রেসক্লাবের সামনে থেকে তোল। ছবি তুলেছেন আমার কলিগ রানা।
বিএনপির থিংক ট্যাংক মি, মওদুদ আহমেদ বোধহয় এখানে মধ্যমনি নন। মধ্যমনি অন্য কেউ। তিনি সুন্দরী। অন্তত আমার কোনো সন্দেহ নাই।
এই মধ্যমনির সৌন্দর্য তো বিশ্ব নন্দিত...এটা আপনারা জানেন।
সুন্দর যখন দেখতে তখন তাদের মাধ্যমে কিছু ভাল কাজ হোক, অন্তত এই ক্ষেত্রে প্রবাদগুলো সত্য হোক, আমি মনে প্রানে চাই। প্লিজ কেউ বাঁকা চোখে দেখবেন না। তাহলে মাইন্ড করব। এতদিন পরে একটা পজিটিভ দিক বের করেছি, আবার যদি ডিষ্টার্ব করেন তো খাইছি....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




