রাহান তাপস
তুমি এলে-
নদীতে জোয়ার আসে,সমুদ্র করে গর্জনের তালে-তালে নৃত্য
তুমি এলে-
ফুলেরা সুবাস ছড়ায়,পাঁখিরা গান করে ডালে-ডালে
তুমি এলে-
প্রকৃতি মুগ্ধ হয়ে আসে,গাছেরা বাতাস দোলায় ধীরে-ধীরে
তুমি এলে-
ঘাসেরা কারপেট বিছায়,ধুলোরা পালিয়ে বেড়ায়
তুমি এলে-
প্রাণে-প্রাণ আসে,আর আসে এক আশ্চর্য পার্থিব স্বর্গীয় আভাস
তুমি এলে-
পূর্ণিমা নেমে আসে এই ধুলোর পৃথিবীতে।।
# # # #
রাহান তাপস
বাংলাদেশ
যোগাযেগ 0178575818

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


