সূমন গর্জে উঠে বলল- না, চা এর দরকার নাই।
- তাহলে এক কাপ কফি, হুজুর?
- না, কফিরও দরকার নাই।
সূমন যেন মহাবিরক্ত। বড় বড় চোখ করে দাঁত কটমট করতে থাকে। আর মনে মনে বলে "এতো ট্যাকা দিয়া পার্টি দিলাম এই কি তার প্রতিদান!"
বুদ্ধিমতী মহুয়ামঞ্জুরী তখন সূমনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, "তাহলে স্কচ এবং পানি এনে দেই।"
- পানির দরকার নাইক্ক্যা। সূমনের প্রসন্ন মন্তব্য।
চলবে..........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



