দু'নেত্রী মনে করেন, দেশটা তাদের লিজ দিয়ে দেয়া হয়েছে। সংলাপের সময়ও শুধু মান্নান ভুঁইয়া ও আবদুল জলিল বৈঠক করলেন রুদ্ধদ্বার করে। অন্যান্য দলের সদস্যদেরও ডাকা উচিত ছিল এবং আলোচনা কী হচ্ছে তা সরাসরি প্রম্প্রচারেরও প্রয়োজন ছিল। তাদের তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনা হয়েছিল নাকি কার হার্টের অবস্থা কেমন, কার ব্যাংকের কী অবস্থা হবে (মার্কেন্টাইল ও ওয়ান ব্যাংক) ইত্যাদি খোশগল্প হয়েছে তা এখন তত্ত্বাবধায়ক সরকারের সময় বুঝতে পারা যাচ্ছে।
ওটা কোন সংলাপই ছিল না, ছিল ঢংলাপ আর কালক্ষেপণ।
নেতা নেত্রীরা ঠিকই আরাম আয়েশে থাকে। মাঝ খান দিয়ে আওয়ামীলীগের ঘন ঘন আন্দোলন, বিএনপির নির্বাচন কমিশন নিয়ে হঠকারী সিদ্ধান্তে সহজ সরল প্রানে র অকাল মৃতূ্য ঘটছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০