আজ শোকাবহ ১৫ই আগষ্ট
সারা ঢাকা শহর ছেয়ে গেছে পোষ্টার, ব্যানার ফেষ্টুনে। প্রতিটি সরকারি অফিসের কর্ম কর্তা, সরকারী দলের নেতাকর্মী এমনকি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আয়োজন করে জানান দিচ্ছেন তাদের শোকের কথা, বংগবন্ধুর প্রতি তাদের ভালোবাসার কথা। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চলছে কাংগালী ভোজ, মসজিদে মসজিদে মিলাদ। রাতভর আকাশ বাতাস কাপিয়ে শোনা গেছে তার ভরাট কন্ঠের ভাষন।
আসলেই কি সবাই শোকাহত?
আমাদের দেশে বড় দুই জন রাজনৈতিক “পীর” হলেন বংবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান। শোক দিবসের নামে তাদের মৃত্যু দিবস আসলে পরিনত হয়েছে “পীর” কিংবা “মাজারের” ওরসের মত। পীরের দরবারে মানুষ ভেট দেয়, নজরানা দেয়, মাজারে গরু ছাগল জবাই হয়, কাংগালী ভোজ হয়। উদ্দেশ্য- পীর বাবা যেন মনের বাসনা পুর্ন করেন, দুনিয়াবী নানা স্বার্থ হাসিলে সহায়তা করেন।
রাজনৈতিক পীরদের ওরসে একই ভাবে চলে স্বার্থ হাসিলের নানা কসরত। পীর বাবার নামে গরু ছাগল জবাই দিয়ে, পোষ্টার ছাপিয়ে, মিলাদ পড়িয়ে যদি তাদের স্ত্রী পুত্র কন্যা নাতীর নেক নজরে পড়া যায়! যদি বোঝানো যায় কী দরদ তারা জমিয়ে রেখেছেন পীর বাবাদের জন্য, কত কষ্ট জমাট বেধে আছে বুকের গহীনে! তাহলে হয়ত মিলে যাবে টেন্ডার, চাকুরী কিংবা পদোন্নতী (রাজনীতি/কর্মস্থলে)। নিদেন পক্ষে মার না খাওয়ার, নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা, নিরাপত্তা।
এত আশেকানের ভীড়ে, সত্যিকারই মন কাঁদে এমন মানুষ মিলবে কজন কে জানে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



