হঠাৎ কোন এক সকাল এ tsc যাওয়ার পথে হঠাৎ চোখ পরলো রাস্তার পারে বসে থাকা কিসু কপোত-কপোতির দিক এ।হয়ত আমার তাকানো ই উচিত ছিল নাহ। তারপর ও তাকিয়ে দেখতে চাইলাম যে ভাই আর বনেরা কত সুন্দর ভালবাসা নিবেদন করছে একজন আর একজন এর সাথে । কিন্তু তাকাতে গিয়া এ তো দেখি বিপদ এ পরে গেলাম । লজ্জায় আমার মাথা তা নিচু হয়ে গেলো । অন্যদিক এ তাকিয়ে সোজা হাটা সুরু করলাম । কারন টা মনে করলে আমার এখন ও লজ্জা লাগে। ভাই আপনারা প্রেমিক আর প্রেমিকা , আজ বাদে কাল আপনাদের বিয়া হবে , পোলাপাইন হবে । আর আজ আপনারা রাস্তার পাসে বসে এইসব করতেসেন । গনতান্ত্রিক দেশ , সবার যা খুশি তাই করার সাধিনতা আসে , সেটা আমিও মানি। কিন্তু তাই বলে এইভাবে।এইগুলো রে উনারা কি নাম দেন তা আমার জানা নেই , তাই বলে একে ভালবাসা বলে নাহ । ভালবাসা মানুষের সামনে প্রকাশ করার অনেক উপায় আসে। এর দারা আপনি সুধু কি আপনার নিজের সম্মান এর হানি করতেসেন , বরং আপনাকে যে মন-প্রান দিয়ে ভালবাসে তার সম্মান এও অনেক লাগতেসে।হয়ত আজ আপনার সাথে বসে আসে বলে আজ তাকে মানুষ কিছু বলার সাহস পাচ্ছে নাহ। কিন্তু কাল যখন সে একা হেটে যাবে ওই রাস্তার ধার দিয়ে তখন মানুষ যে তার দিকে আঙ্গুল তুলবে নাহ তার নিশ্চয়তা কি আপনি দিতে পারেন !!
আমি বলছি নাহ যে প্রেম করা খারাপ কাজ, অবশ্যই অনেক ভাল যদি আপনি এইটার মাধ্যমে কাউকে নিজের করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ি , জীবন তা সারথক করে নিতে পারেন । কিন্তু রাস্তার পাসে বসে মানুষকে দেখিয়ে অকাজ করে নিজের ভালবাসার অপমান না করাই মনে হয় আপনার ও আপনার ইজ্জত দুইটার জন্যই ভাল। কারন প্রেম করলে শুধু আপনার নয় , আপনার সাথির সম্মান এর দায়িত্ত তাও আপনার হাত এই থাকে।
আর তার পর অ যদি আই ধরনের কাজ করে ভালবাসা দেখানো কেই আপনারা ভালবাসা বলেন তাহলে সে কেমন ভালবাসা।আর এই যদি ভালবাসার সঙ্গা হয় তাহলে ভালবাসা না থাকাই উত্তম বলে মনে করি আমি।
আপনাদের কি মনে হয় !!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




