দীর্ঘ একবছর পর আজ ব্লগে একটু সময় নিয়ে বসলাম। অনেক ব্যস্ততার মাঝে ছিলাম যে ব্লগে তেমন আসতে পারিনি। তেমন কি খুব কমই এসেছি। কবিতা কী না জানি না; কিছু লিখলাম এই...
গভীর রাতে নিকষ আঁধারে ভেসে উঠে
দূরের ঐ মেঘের গায়ে কারো অভিশাপ।
একেলা আমি নিজের মাঝে নিজেকে
লুকাতে গেলে জ্বলে তোলে নিয়তির বাতি।
বহু বহু রাত এমন ভেবেছি হারিয়ে যাবো
লুকিয়ে মেঘে বা অন্ধকারে।
পারি না কি এক মায়া তবু আটকে রাখে
নিজের কাছেই। কি মোহ যে এ জীবনে আমি
তার বুঝি না কিছুই...তবু
একটু সুখ-শান্তি'র আশায় তোমার
ছায়ার তলে পেতে দেই আঁচল,
যদি তোমার শ্বাসে এইবার উড়ে আমার চুল,
বিষাদের আগুনে পুড়ে যায় যাবতীয় ভুল...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



