যত দূর চোখ যায় দেখি নীল; তারপর নীল
তবু প্রমানিত হয়নি আমি নির্দোষ।
সাদা নীল আকাশের ওপারেও যদি লাল সূর্যের-
তপ্ত দুঃশাসনের দুনিয়া নাও থাকে তবে আমরা কেবল...
বিশ্বাস করেই যাব তবু বিশ্বাসের দরজায় লাথি দেব না।
কারন হয়তো একটাই-“আমরা মানুষ।”
তবু কিছু বেয়াড়া অতি উৎসাহী করা নেড়ে বসে...
সেই বিরুদ্ধ চেতনার দরজায়।।
যা রাতের আঁধার থেকে আড়াল করে রাখে ঈশ্বরের সূর্যকে।
মহাকালের সীমানা পেরিয়ে বহুদূর চলে যেতে শিখে গেছি
তবু ঈশ্বরের সূর্যের তাপে নির্বিকার ঝলসাতে রাজি,
কারন হয়তো একটাই- “আমরা মানুষ।”
সূর্যের তাপে জ্বলতে আর চাঁদের আলোয়(!)...
স্নানের আনুমতি আমাদের আছে,
তবু চোখ মেলে তাকানোর অনুমতি নেই।
আমরা মেনে নিতে শিখে গেছি,
এটাই আমাদের বড় ব্যর্থতা – বিশ্বাস করি এটা বড় প্রাপ্তি।
নিয়মে জন্ম নেই,... সূর্যের তাপে পুড়ি,... চাঁদের আলোয় মরি,
তবু খুঁজে পাই না কোথায় ঈশ্বরের সূর্য ঘুমায়।
কারন হয়তো একটাই—“আমরা মানুষ।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



