ভালবাসা নীল মেঘ, সাদা আকাশে খণ্ড বিখণ্ড;
ছুটে চলে এপার ওপার তুলা মেঘ এলোমেলো ,
রাত্তির নামে তবু বিরামহীন আঁধার আকাশে-
নাকি রাস্তার মোড়ে, ভালোবাসা কালো সাদা মেঘ
খদ্দের খোঁজে – ভালোবাসা বিকোয় দেহ মনে,
ভালোবাসা নীল মেঘ- রুপার আধুলি- এক রাত।
সূর্য ওঠে, ভালোবাসা নীল মেঘ আঁধার খোঁজে...
পার্কের বেঞ্চিতে নয়ত বুড়ো বটের আড়ালে
ভালোবাসা নীল মেঘ ভালোবাসা বিলায় ...
কখনো আকাশের এধারে কখনো ওধারে ;
ভালোবাসা তুলো মেঘ, ভাসা ভাসা নীল মেঘ
রক্ত ঝরে আঁধারে হাসপাতালের গোপন কক্ষে।।
ভালোবাসা মধ্য রাতের কালো মেঘ; সাগর তীরের-
নোনা গন্ধের ভীনদেশী অচেনা খদ্দের।।
ভালোবাসা নীল মেঘ বাতাসে ভাসে সাদা কালো আকাশে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



