কিছু মুক্তিকামী মানুষ জেগে উঠেছে,
কিছু চেতনা জাগার অপেক্ষায় ঝিমুচ্ছে।।
আজ কি তবে হবে না? হতেই হবে...
আজ সময় এসেছে ... মুক্তির লং মার্চ হবেই!
গদ্য কবিতার আঁচল ছেড়ে চোখ মেলো একবার,
দেখো হলুদ হয়ে উঠেছে রোগাক্রান্ত চারপাশ,
তাই বলবো আবারো, এটাই সত্যি, এটাই স্বয়ং!
পরিবর্তন? না সম্ভব না! মিথ্যে দিয়ে আর হবে না!
মহামানবের দীক্ষা গুলো সবই ভুল ছিল...
কবিতার মতো শ্লোক গুলো কবিতাই ছিল!
সহস্র মুখে তবু মহাকাব্য হল না!
হতে পারে আমিই একাকী সত্য স্বয়ং।।
ভোর হয়েছে, দৌড়াতে হবে অনেকটা পথ,
আজ আর একলা নয় ; আমি আছি।
আমি আছি তোমার ছায়া... স্বয়ং আমি!
বিশ্বাসের ঘোড়া পা ভেঙ্গে মরেছে অনেক আগেই...
অবিশ্বাসটা ঠিক যেন কষ্টি পাথরের দুর্লভ মূর্তি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



