কবি ঘুমন্ত নির্জীব প্রাণসত্ত্বার বিকাশের নাম!
আমার কাছে কবি একটা অশ্লীল শব্দের প্রতিশব্দ!
কবি নির্লিপ্ত, ঘুমন্ত সমাজবাদীর নাম।
কবি, মেরুদণ্ডহীন কাব্যের পোড় খাওয়া স্রস্টার ছবি।
কবি নিশ্চুপ কেন জানি না, তবে জানি নিশ্চুপ।
কবি রাজনীতিবিদের নতুন পোশাক!
কবি ব্যবসায়ীর পান খাওয়া লাল লোভী ঠোঁট;
চিন্তামগ্ন জীবন সন্ন্যাসীর মধ্যে কবি আর নেই।
কবি রঙ্গ মঞ্চের কমেডি চরিত্রের নাম-
কাব্যিক নাটকে বেঈমান সারথির নাম কবি।
কাব্য সাম্রাজ্যবাদের নতুন নাম, নতুন মাত্রা!
কবি আজ পুঁজিবাদীর সদ্য কেনা রক্ষিতা!
কবি নোবেল বিজয়ী জ্ঞানপাপীর নামান্তর-
ডাস্টবিনের পচা গলা আবর্জনার দুর্গন্ধ!
আমি কবি নই! নই দার্শনিক!
তবে জেনে গেছি কবি মিথ্যার দেবতা!
কবি নিরাসক্ত আবেগের বারতাবাহী ভ্রম।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



