হাঙ্গেরীর এক পাতাল রেল স্টেশন। এখানেই টিকিট কন্ট্রোলার হিসেবে কাজ করে বুলসু।অদ্ভুত জীবনযাপন বুলসুর। দিনরাত ২৪ ঘন্টা স্টেশনেই পড়ে থাকে। খাওয়া-ঘুম সব এখানেই।সূর্যের আলোর সাথে কোন সাক্ষাত নাই।
অন্য সব কন্ট্রোলারের মত বুলসুর কাজটাও বেশ কঠিন। যাত্রীরা নিয়ম-কানুনের কোন তোয়াক্কা করে না। বেশিরভাগ যাত্রীই টিকেট না কেটেই চলাচল করে। টিকেট চেক করতে গেলেই মুখোমুখি হতে হয় নানারকম অসহযোগিতার,এমনকি শারীরিক-মানসিক নির্যাতনের।এরকম কিছু ঘটনায় বুলসু ও তার সহকর্মীরাও আহত হয়।এরইমধ্যে শুরু হয় নতুন ঝামেলা।ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে শুরু করে কিছু যাত্রী।কিন্তু সত্যিই কি তারা ট্রেনের তলায় ঝাঁপিয়ে পড়ছে,নাকি কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে?
অদ্ভূত পোশাকের ওই মেয়েটি ই বা কে?
অনেকটা ডার্ক কমেডি স্টাইলে নির্মিত মুভিটি মূলত একটি ক্রাইম ড্রামা।কাহিনীর চেয়ে মেকিং আর লোকেশনই মুভিটিকে বৈশিষ্ট্যপূর্ণ করে তুলেছে।
পরিচালক Nimród Antal এর এই মুভিটি ২০০৪ সালের কান ফিল্ম ফেস্টিভালে ইয়ুথ এওয়ার্ড আর শিকাগো ফিল্ম ফেস্টিভালে বেস্ট মুভির এওয়ার্ড পায়।
ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১২ রাত ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


