ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মচমচে জিলাপি, ঝুরিসহ নানা সুস্বাদু খাবার ভাজা হয় পোড়া মবিল দিয়ে।
জিলাপি ভাজার জন্য মজুদ রাখা ২০ লিটার পোড়া মবিল রাজধানীর লালবাগে খ্যাতনামা রয়েল হোটেলে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
ঢাকা সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত মঙ্গলবার এই মবিল জব্দ করার পর হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে।
আদালতের নেতৃত্বদানকারি ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রয়েল হোটেলে অভিযান চালানো হয়। সেখানে একটি ড্রামে প্রায় ২০ লিটার পোড়া মবিল পাওয়া যায়।
জিলাপি, ঝুরি এবং এ ধরণের খাবার মচমচে রাখার জন্য পোড় মবিল ব্যবহার করা হয়ে থাকে বলে জানান তিনি।
তিনি বলেন, "হোটেল মালিককে জরিমানা করা ছাড়াও সর্তক করে দেওয়া হয়েছে। পরে সেই পোড়া মবিল শত শত লোকের সামনে ড্রেনে ফেলে দেওয়া হয।"
এছাড়া হৃদয় কনফেকশনারি নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে অপরিচ্ছন্নতার জন্য ২ হাজার টাকা এবং আজিমপুর বাজারে ওজন কম দেওয়ার কারণে একজন মাছ বিক্রেতাকে ৫'শত টাকা জরিমানা করা হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



