যতদিন থাকবে স্বাধীনতা
একাত্তরের ছাব্বিশে মার্চ সেই ভয়ানক রাতে
দেশটা হল মৃর্ত্যুপুরী পাকসেনাদের হাতে।
কেউ হারাল বসত বাড়ি কেউবা স্বজন হারা
পাকবাহিনীর হাতে পড়েন শেখ মুজিবুর ধরা।
আধাঁর রাতে অনেক গেল দেশের সীমা ছাড়ি
থাকল পড়ে বিরানভূমি ভূতুড়ে ঘর বাড়ি।
সেই সময়ে মেজর জিয়া কালুঘাট বেতারে,
স্বাধীনতার ঘোষণা পাঠ করেন দেশের তরে।
গেরিলা বাহিনী গড়েন জেনারেল ওসমানী
সেক্টর কমান্ডার করেন এগারো বীর সেনানী।
কৃষক শ্রমিক ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে
প্রতিরোধের দুর্গ গড়ে পাকসেনাদের বিরুদ্ধে।
গ্রামে গঞ্জে সবাই করে দেশের জন্য সংগ্রাম;
রক্ত যমুনায় উঠল ভেসে বাংলাদেশের নাম।
বীর জনতা লড়াই করে জীবন করে দান
স্বাধীন করে রাখল তারা জন্মভূমি মান।
থাকবে গাঁথা এই ইতিহাস গৌরবের কথা
ভুলবে না কেউ যতদিন থাকবে স্বাধীনতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




