এই পোস্ট টী রেডি করে রেখেছিলাম অনেক আগেই , কিন্তু কিছু ব্যাস্ততার কারনে আর সময় করে দেয়া হয়নি , ইন দা মিন টাইম , কিছু দুর্ঘটনাও ঘটেছে ..... যাই হোক, সব একত্র করে দিয়ে দিলাম.....
পর্ব ৩ঃ প্রধান মন্ত্রীর গাড়ি , চট্টগ্রামে ল্যাম্বরগিনি ও অন্যান্য ( শেষ পর্ব)
আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িটা নিশ্চয় টিভিতে অনেক বার দেখা হয়ে গেছে ! কিন্তু একেবারে সামনাসামনি গাড়িটা দেখেছেন? প্রথম ও ২য় পর্বে তো আমরা অনেক নামীদামী মানুষের গ্যারাজ ে উঁকি দিয়েছিলাম ! সো প্রধানমন্ত্রীর গ্যারাজ ও বাদ যাবে ক্যান ?
গাড়ির সামনের দিক
গাড়ির ব্যাকসাইড- খেয়াল করবেন একটা বড় মেডাল , এইটা প্রতীক এবং প্রধানমন্ত্রীর গাড়ির প্রুফ
গাড়ির চাক্কা ( সেরকম রিম)
নিরাপত্তা বাহিনীর আজাইরা ঝামেলার কারনে স্পষ্ট ছবি তোলা যাইনি
আচ্ছা, এই পর্বে বিএমডব্লিউ ও মারসিডিস গাড়ির উপর ফোকাস থাকবে .... তবে তার আগে প্রথম পর্বে দেয়া জাগুয়ার এক্সজে এফ এর আরও একটা ভালো ছবি দেখাই
মজার ব্যপার, আরেকটা কালো রঙের এক্সজে আছে বিডি তে , গুলশান ২ এ দেখবেন , নিচের ছবির পাশের হ্যারিয়ার এর নম্বর প্লেট দেখেন , প্রুফ-
মাসল কার এর প্রতি অনেকের আকর্ষণ দুর্বার , আমার মতো... অনেকের ধারনা বিডিতে কোন মাসল কার নাই , কিন্তু ভ্রাতা , নিচের ছবিসমুহ দেখ এবং টাশকিত হউ
১৯৬৬ ford mustang-
Buick LeSabre-
1972 Mustang Mach 1-
Chevy Impala (চট্টগ্রামের দেওয়ানহাটে এই পুরা বিশ্বেই অতিমাত্রায় রেয়ার এই শেভি ইম্পালা কে নষ্ট হতে দেখে খুব কষ্ট পেয়েছি
1972 Dodge Charger V8, ঢাকা(এই ডজ গাড়িটা কিন্তু ভয়ানক রকমের সিক
1972 Pontiac LeMans, ঢাকা-
1968 FORD TORINO, চট্টগ্রাম-
যাই হোক , ফিরে আসি মুল পোস্টে - বিএমডব্লিউ আর মারসিডিস এ ! এই দুই ব্র্যান্ড এর গাড়ি নিয়ে কি বলবো আর , মুড়িমুড়কির মতো দেখবে এখন ঢাকা, চট্টগ্রামের রাস্তায়
হামান ৫( ঢাকা)
৩৩০ ডি কনভারটিবল( চট্টগ্রাম)
৬ সিরিজ কনভারটিবল( ঢাকা)
৫২৫ আই ( ঢাকা)
৭৪০,৭৩০ এবং এক্স সিরিজ( চট্টগ্রাম)
ব্র্যান্ড নিউ ৭ সিরিজ( হামান কিটেড )( ঢাকা)
এইটা শুভ্র ভাইয়ের , সবচেয়ে জোশ মডেল এর বিমার , এম ৬(ঢাকা)
৫ সিরিজ
এইবার মারসিডিজ-
এস এল ৬৫ এমজী , ভী ১২ ইঞ্জিন , ৫১৮ হর্স পাওয়ার ( ওরে আমারে কেও ধর

কোন এক গাধা এই এস এল কে ট্যাক্সি ক্যাব বানিয়ে ছেড়েছে , এমনকি সীএনজী ও করে ফেলেছে
এস এল কে ২০০, এআইইউবির সামনে দেখবেন এইটা কে -
এখানে দেখতে পাচ্ছি এস এল কে এর পাশে একটা ই ক্লাশ ক্যাব্রীওলেট( ঢাকা)-
ব্ল্যাক এ এম জি ( চট্টগ্রাম )


টাকা পয়সা কম থাকলেও খানিকটা কম দামি সেলীকা, এম আর এস , মাজদা আর এক্স ( ৭/৮) নিয়ে ভালো ভাবে মোড করে সুপারকার বানানো যায় , নীচের ছবি টী দেখুন( চট্টগ্রাম এর এয়ারপোর্ট রোড হতে তোলা)
সেলীকা( চট্টগ্রাম)
এইবার দেখাবো আপনাদের সবচেয়ে এক্সক্লুসিভ দুইটা ছবি , চট্টগ্রাম পোর্ট হতে তোলা(সোর্স এর বিশ্বাসযোগ্যতা ৮০/১০০) , মডেল এর নাম কি বলতে হবে???
ও আচ্ছা , ৫ টা ব্র্যান্ড নিউ রেঞ্জরভার ইভক কিন্তু বাংলাদেশে চলে এসেছে-
এই পর্ব সহ সিরিজ টার এইখানেই সমাপ্তি ঘটাচ্ছি ! নেক্সট পোস্ট হবে লিপু ভাইকে নিয়ে !! অনেক অনেক ছবি ও থাকবে অফ কোর্স !
ভালো থাকবেন ! হ্যাপি ব্লগিং !
গত পর্ব-১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!! - পর্ব ২ !
১ম পর্ব -
১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি! একটি সচিত্র গাড়ীয় কথন !!! না দেখলে মিস !!!
ছবি সূত্র ; CARS of bangladesh(FB),world motor showroom dhk ,google ,BDRC(FB),fares photography, chittagong automotive scenerio, top drive-bd,r-3v self-collection
ডিসক্লেমার - ইন্টারনেট হতে সংগৃহীত বিধায় উপরে উল্লেখিত গাড়ীর মডেল ও গাড়ীর মালিকের নাম এ ভূল থাকা স্বাভাবিক , ভূল ধরিয়ে দিলে সংশোধন করে দেয়া হবে
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




