১ম চিত্র ঃ একুশে টেলিভিশন আর খবরে দেখতে পেলাম ভুমিদস্যুরা ভরাট করে ফেলছে আমাদের নদীনালা ও খোলা জলাশয়, রিপোর্টার ভুমি ও জলাশয় পুনুরুদ্ধারে নিয়োজিত মেজিস্ট্রেড এর কাছে জানতে চাইলে তিনি বললেন অতি শীগ্রই এদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে।-------কিন্তু
খবরের পরের অংশেই দেখানো হল ঢাকা-১০ আসনের নির্বাচিত এম,পি ঠিক ঐ কোম্পানিটির কর্মকাণ্ডের উদ্ভধোন করছেন কেক কেটে , এবং নিজ হাতে অনেক আয়েশ করে বিশাল বড় এক পিচ্ কেক মুখে তুলে খাচ্ছেন।
২য় চিত্র ঃ টিভির নিউজ বুলেটিন এর নিচে দেখলাম "হরতালের নামে রাস্তা বন্ধ করে গাড়ি যাতায়াতে বাঁধা সৃষ্টি করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে - স্ব-রাষ্ট্রমন্ত্রি" বুঝলাম দেখলাম বিরোধী দলের কেউ মিছিল করতে চাইলে পুলিশ লাঠি চার্জ করেছে অথবা বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভাবে দমন করেছেন।
কিন্তু একটুপরেই খবরের আরেক অংশে দেখাচ্ছে আওয়ামীলীগ রাস্তাজুড়ে হরতাল বিরোধী মিছিল করছে।
আমার প্রশ্ন হচ্ছে ঐ মেজিস্ট্রেড উক্ত কোম্পানিটির বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহন করবেন যেখানে এম,পি নিজে ঐ কোম্পানিটির কর্মকাণ্ডের উদ্ভধোন করেছেন।
আর স্ব-রাষ্ট্রমন্ত্রি কি দেখতে পাননি যে আওয়ামীলীগ রাস্তাজুড়ে হোক তা হরতালের বিপক্ষে কিন্তু রাস্তাজুড়ে গাড়ি যাতায়াত বন্ধ করে মিছিল করছে।
নাকি তারা তা আকাশ পথে করছিল????
আমি মুসলিম তাই একটা কথা না বললেই যেন নয়, আমাদের সরকার সংবিধান সংশোধন করে আল্লাহ্র পরিবর্তে সৃষ্টিকর্তা ব্যাবহার করছেন কারন আমরা বাঙ্গালী ও ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র, কিন্তু গতকাল জাতীয় সংসদ অধিবেশন শুরুর পূর্বে কোরআন তেলওয়াত হচ্ছে তা আরবিতে।
আমার কথা হচ্ছে আল্লাহ্র পরিবর্তে আমরা সৃষ্টিকর্তা ব্যাবহার করতে পারলে কোরআন তেলওয়াতটা ও যদি আমরা শুধু তর্জমাটা পড়ে দেই তাহলেইত আমদের খাঁটি বাঙ্গালইপনা ও ধর্ম নিরপেক্ষতার সুন্দর নিদর্শন তৈরি হয়ে যেত।
আমি গেদুপাগলা আমার মাথায় কত কথা আসে তাই বলে কার কি আসে যায়??? আমার কথা হচ্ছে এইসব বিষয়ে কি করা যায়???????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




