অনেক দিন ধরে কিছু লিখতে চাচ্ছিলাম, তাই লিখতে শুরু করলাম। লেখার অনেক কিছু আছে, কিন্তু কি লিখব বুঝতেছি না।
পরীক্ষা চলতেছে, পড়তে ভালো লাগতেছে না, আবার না পড়ার জন্য মনটা খারাপ। আজকের সারাদিন নেট গুতাইতে গুতাইতে পার করছি।
এখন তাই মন ভালো করার জন্য লিখতেছি। আগে তো খাতা কলমে লেখা হইত, এখন নেটে, খারাপ না।
সবসময় মনে হয় পড়ে কি হবে? এই পড়া কোন কাজে লাগবে নাকি? কি শিখাইতেছে আমাদের মাননীয় শিক্ষা কর্তৃপক্ষ তাই জানে না। যারা পড়ান তাদেরও অনেকে জানেন না তারা কি পড়ান, তবে অনেকেই আছেন তারা এই শিক্ষাটুকুও এমনভাবে দেন যাতে আমাদের কাজে লাগে, কিন্তু রাগ লাগে যখন দেখি বেশিরভাগ পড়াই কোন কাজে লাগে না বা যা থাকার কথা, থাকা দরকার তা থাকে না।
এত কষ্ট করে কতজন পড়ালেখা করে, পড়াশুনা গিলে আর পরীক্ষায় গিয়ে উগলায় দেয়, কি লাভ?
এখন আমার মাথায় সারাদিন ঘুরে টাকা কামানোর চিন্তা, মনে হয় পড়ালেখা করে কি হবে? আমি জানি আমার চিন্তায় ভুল আছে, কিন্তু এইটা একান্তই আমার চিন্তা।
মাঝে মাঝে মনে হয় এই জীবনের এতগুলা (যদিও বেশি না) কি করলাম? ভবিষ্যতে কি করব? এত গুলা বছর যা করছি? অন্ধ মানুষের মত খাব, ঘুমাব, চাকরি করব বা খুঁজব? একটা গোলকে নিজের জীবনকে আটকাব?? আমি কেন এই জীবনের মানে খুঁজে পাই না?
আমি কি মানসিক সমস্যায় পড়ছি, পাগল হয়ে যাচ্ছি? জানি না। মাথা খারাপ হয়েও থাকতে পারে। হয়ত বা অনেক দিন পর যখন আবার পড়ব তখনও এরকম থাকব, অথবা ভাবব তখন কি হাস্যকর ভাবতাম।
"... মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়, সকালে বিকালে বদলায়, কারণে অকারণে বদলায় ..." -
-আমিও মানুষ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



