আমরা মানব, সবচেয়ে উন্নত জাতি। আমরা জন্ম নেই, বড় হই, বিয়ে করি, ঘর সংসার করি, বংশ-বিস্তার করি, তারপর এক সময় মারা যাই। এই আমাদের জীবন। জীবনে জন্ম, বিবাহ, মৃত্যুকে সবচেয়ে বড় তিনটি অধ্যায় ধরা হয়, বিভিন্ন ধর্মেও এই তিনটি অনেক উচু স্থান দখল করে আছে। এই তিনের মধ্যে একটি আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারি, সেটা হচ্ছে বিয়ে।
কিন্তু আমার সমস্যা হল, বিয়েটা করি কেন? আমাদের জীবনে একজন সঙ্গী দরকার, এইজন্য কি বিয়ে, না সকল জীবের মত বংশবিস্তার? সকল জীবের মত বংশবিস্তার হলে আমার বলার কিছু নাই(এবং আমি বিশ্বাসও করি এটা না নয়ত এটাকে সব ধর্মে এত মর্যাদা দিত না)।
আমরা সামাজিক জীব, আমাদের সবসময় সঙ্গী প্রয়োজন। ছোটবেলায় মা-বাবা, একটু বড় হলে ভাই-বোন, খেলার সাথী, আরো বড় হলে বন্ধু-বান্ধব। কিন্তু তাহলে কি আমরা একসময় অনুভব করি এরা ছাড়াও আমার আরও একজন পরম বন্ধু লাগবে, যে সবসময় আমাকে সাপোর্ট করবে,
আমার কাজে সাহায্য করবে?? নাকি আমাদের মনে হয় আমাদের একটা সার্টিফিকেট লাগবে জৈবিক চাহিদা মেটানোর?
অধিকাংশ সময় দেখা যায় বিয়ের একজন পাত্র কামাই করে, অন্য পাত্র ঘর সংসার দেখে, এবং কামাই করা পাত্র ঘরের কর্তৃত্ব গ্রহণ করে, তার হাব ভাব এমন থাকে যে সে কর্তা এবং অন্য পাত্র তার হয়ে কাজ করছে, তার কোন অধিকার নেই। কিন্তু বিয়ে মানে তো সমান অধিকার, তাহলে এমন হবে কেন?
আবার অনেকে মনে করে আমার টাকা আমি যাকে চিনি না, জানি না তার পিছনে টাকা খরচ করব কেন(আমিও সেই দলে)? দুইজনই যদি কামাই করে বা প্রেম করে বিয়ে করে থাকলে আলাদা ব্যাপার(তবে প্রেম করে বিয়ে করা নিয়েও আমার কিছু থিওরি আছে)। সবচেয়ে বড় কথা, বিয়ে করলে একটা বন্ধনে আবদ্ধ হতে হবে। বেশি রাত করা যাবে না, বাইরে থাকা যাবে না, শান্তি মতো বেড়ানো যাবে না, সবসময় প্রশ্ন, নিজের লাইফ বলতে কিছু নাই। কিছু করলেও সন্দেহ, না করলেও সন্দেহ? এটা কোন জীবন নাকি? কথাবার্তা, টাইম-পাস করার জন্য বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন তো আছেই। " শারিরীক চাহিদার জন্য সরকার অনুমোদিত কিছু স্থানও আছে(!), সেখানে চয়েসও আছে(!!) "(উল্লেখ্য শেষ লাইনটা আমার নিজের কথা না, এটা আরেক পাগলের কাছ থেকে ধার করা)।
আমার মনে হয় বিয়ে নামক সংগঠনের কিছু সংস্কার করা উচিত। সবার (আমারও) মনোভাব পরিবর্তন করা উচিত। নয়ত বিদেশের মতো দেশেও মানুষ বিয়েকে আর সিরিয়াসলি নেবে না এবং বিয়ে তার পবিত্রতা হারানোর সাথে সাথে দেশে প্বার্শ প্রতিক্রিয়া পড়বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



