ইস, ভূমিকা করবো না, এটা বলতে গিয়ে কতখানি ভূমিকা করে ফেললাম। যাই হোক, তেনা প্যাচানো ছাড়াই যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো: [গাঢ়] সন্মানিত ব্লগারদের একটু দায়িত্ব নেওয়ার অনুরোধ করা। [/গাঢ়]
অনুগ্রহ করে নিজের পোস্টে করা অন্যদের মন্তব্যের দায়িত্ব নিন। যে ধরনের মন্তব্যের একেবারেই কোন ভ্যালু নেই, বরং অতি কুৎসিত ভাষার নোংরা প্রতিযোগিতা, নাম ধরে অন্য ব্লগারকে গালাগালি করা - সেই মন্তব্যগুলো জমতে না দিয়ে মুছে ফেলুন। কোনটা শ্লীল আর কোনটা অশ্লীল এই প্রায় রাজনৈতিক ও দার্শনিক কথাবাতর্ার মধ্যে যাওয়ার দরকার নেই। (আপনার নিজের বিবেচনায়) যে কথা আপনি শুনতে অভ্যস্ত নয়, যে কথা আপনি অন্য কাউকে কখনো মুখের উপরে বলবেন না - সেই কথা আপনার পোস্টের উপরে ভর করে আরেকজনকে বলার সুযোগ দেওয়ার কোন দরকার নেই। মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা মানে, এর এ্যাবিউজটাও নিয়ন্ত্রন করা।
পোস্টটা আপনার। মন্তব্যের ঘরে নোংরামী জমতে দেওয়া না দেওয়ার দায়িত্বটাও আপনার উপরেই।
ইদানীং খেয়াল করলাম বেশ কিছু নতুন নিকের সৌজন্যে প্রচুর এ ধরনের নোংরামী চলছে। নিজের পোস্টে আপনিই রাজা। সুতরাং বিবেচনা ব্যবহার করে নিজেই মডারেটর হন। বাড়তি মডারেশনের ঝামেলা ও চাপ থেকে ব্লগকে মুক্ত রাখুন। ব্লগ পড়ার পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করুন।
আপনার একেকটা নোংরা মন্তব্য মুছে দেওয়া (সমান সমান) ঐ মন্তব্যকারীকে এই মেসেজটাই বলা, [গাঢ়]'ত্যানা প্যাচাই চ্চা। দূরে গিয়া মর।'[/গাঢ়]
আশা করি, ভরসা রাখি - গালি দেওয়ার জন্য খুলে বসা ত্যানা প্যাচানী নিকধারীদের ঝেটিয়ে বিদায় করতে ফলপ্রসু হবে আপনাদের এই সহযোগিতা। গরীবের লেখা পড়ার জন্য ধন্যবাদ।
(অযাচিত বাতচিতের জন্য ক্ষমাপ্রাথর্ী)
http://mysticsaint.blogspot.com
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৬ রাত ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



