মৃতু্যর পরে আবু বকর আস-শিবলীকে স্বপ্নে দেখতে পায় তার এক ঘনিষ্ট বন্ধু। আবু বকর আস-শিবলী ছিলেন দশম শতাব্দীতে বাগদাদের খুব নাম করা এক ধর্মপরায়ন, খোদার খুব কাছের বান্দা। তার বন্ধু শিবলীকে স্বপ্ন দেখে জানতে চান, বন্ধু তোমায় খোদা কি অবস্থায় রেখেছে বড় জানতে ইচ্ছে হয়। প্রতি উত্তরে শিবলী জানান যে স্রষ্টা তাকে বেহেশত দান করেছেন এবং একই সাথে গায়েব থেকে এই প্রশ্ন করা হয়েছে যে শিবলী কি অবগত আছে কেন তাকে এই অনুগ্রহ করা হয়েছে?
উত্তরে খোদার কাছে শিবলী তার সারা জীবনে পালন করা সব ধমর্ীয় দায়িত্বের কথা, যাবতীয় প্রার্থনা, হজ্জ, দানের কথা বর্ণনা করেন। তিনি বলেন খোদা তোমার সব নির্দেশ পালন করেছি। গায়েব থেকে উত্তর আসে, না শিবলী, তোমাকে এর কোনটার বিপরীতেই বিশেষ অনুগ্রহ করা হয় নাই। অমি সমগ্র সৃষ্টির যাবতীয় প্রশংসার অমুখাপেক্ষি।
অবশেষে খোদা বলেন, মনে পড়ে তোমার শিবলী বাগদদাদের সেই কাঁপানো শীতের রাতের কথা যখন বরফ পড়ছিলো আর তুমি তোমার গরম পোশাকের ভিতরে হেটে যাচ্ছিলে। বরফের উপরে কাঁপছে এমন একটা বিড়ালের বাচ্চা দেখে তুমি করুনাভরে বিড়াল ছানাকে তোমার গরম পোশাকের ভিতরে আশ্রয় দিলে ওর জীবন বাঁচিয়েছিলে, মনে পড়ে তা?
তোমার সেই করুনার বদৌলতে তোমার সব কিছু ক্ষমা করে তোমায় বেহেশত দান করা হলো। ([link|http://mysticsaint.blogspot.com/2006/12/salvation-you-never-know-what-will.html|we

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


