নীল সাগরের পারে খেলছিলো ছেলেটি
ঝিনুক দিয়ে ভরছিলোসে তার থলেটি
মা জানত,
বাছা আমার গেছে ঝিনুক কুড়াতে
সন্ধেনামার আগেই ফিরবে ঘরে।
হঠাত ঈশান কোনেদেখা দেয়
কালো মেঘের কুণ্ডলি,
বাতাসকে সাথি করে
শুরু করে ঘুর্নি।
প্রকৃতিআজ পন করেছে
খেলবে সেই ছেলেটির সাথে ,
ধেয়ে আসে ঘুর্নি সাগর থেকে
তাই দেখে সে দৌড়াতে থাকে ।
পারেনা, পারেনা সে
ভয়াল ঘুর্নির সাথে খেলতে,
ঘুর্নি তাকে নিয়ে যায়
কোনো এক অজানায়,
সেথায় তো যাওয়া যায়
পারেনা কেউ ফিরে আসতে।
মা বলে প্রকৃতিকে,
কেন খেললে আমার
ছেলেটির সাথে?
প্রকৃতি বলে,
তোমাদের ঐ পুজিবাদি মানুষগুলো
বলেছে আমায় তোমার ছেলের
সাথে খেলতে ,
দিয়েছে আমায় অঢেল কার্বন
তাই দিয়ে করি আমি তান্ডব
আর ঘুর্নি হয়ে নৃত্য করি
তোমাদের সপ্নের মঞ্চে,
বন্যা হয়ে ভাসিয়ে নিই
তোমাদের সপ্নগুলোকে।
প্রশ্ন করোনা আমাকে ,
করো ঐ পুজিবাদিদের ,
যারা ধংসের ধুলিকনা
দিয়েছে আমার হাতে ।
বোবা চোখে মা তাকিয়ে থাকে
বসে বসে শুধু ঘুর্নিরতান্ডবলীলাদেখে ।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



