বই, খাতা, কলম, পেন্সিল, খবরের কাগজ, চিঠিপত্র... তারপর মেইল, চ্যাট, রুম ... আবার ব্লগ, পোস্ট, কমেন্ট :-। ঠিকাছে বাবা আর বাড়াব না... আসলে বাঁধভাঙার কী এক আওয়াজ নাকি আছে - যাকে বিদ্যুতের জালে বন্দী করেছে কিছু মানুষ, সেই "কোনো এক খানে" ঢুকবার প্রচেষ্টায় আমার এই ব্লগ-প্রয়াস।
আমি বাবা না-খানদানী লোক, জ্ঞানী-গুণীদের মাঝে আমায় মানায় না, তবুও আমার দু-একখান টেকনিক্যল ব্লগ লেখার বদভ্যাস ছিল - তাও আবার নিজের প্রয়োজনে [যা শিখলাম তা যেন ভুলে না যাই এই তাড়নায় - তবে একথা সত্য, ভুল জিনিস আমার টেকনিক্যল ব্লগে আমি যাইতে দেই না, তদুপরি মানুষ ভুলপ্রবণ - সুতরাং, ভ্রম ক্ষমার্হ্য], এর মাঝেই এই somewhereinএ ব্লগ খুললাম একটা - অনেকদিন ধরেই ভাবছি পোস্ট দিব, পোস্ট দিব - কিন্তু হয়ে উঠেনি [কিঞ্চিৎ পরিমান অপরাধ হলেও আমি দোষ মানছি] - তা এবারে দিয়েই দিলাম (সবাই আমাকে বাহবা দিন - নইলে চলবে না!)।
এই ব্লগাঙ্গন (ব্লগ+অঙ্গন) দেখি প্রায়ই রণাঙ্গন হয়, কেও নিজের মত দিয়ে ব্লগ লেখে তো বাকি যাদের দ্বৈমত আছে তাদের দ্বৈরথ দেখা যায়, আবার কারও কমেন্ট পছন্দ না হলে কমেন্টার কে সবাই একযোগে গালমন্দও করেন বেশ। কখোনা-বা এইসব বাক্যবান ব্লগের বিষয়ের সীমানা পেরিয়ে ব্যাক্তিগত পর্যায়েও চলে যায়। আমি তো ভাই এইসব নিয়ে বেশ ভয়ে আছি - আমাকে কে কি কয় না কয়! আমি ভাই (ও ভগিনী) বলে রাখি, আমার ঠোঁট কাটা - যা আমার কাছে সত্য মনে হয় তা বলে বসি - তাতে কেউ আমাকে জাতীয়তাবাদী, আওয়ামী, আস্তিক, নাস্তিক, মৌলবাদী, সেক্যুলার, প্রতিক্রিয়াশীল যা ইচ্ছা তাই ভাবতে পারেন - আমার আপত্তি নাই। তবে, আমি একটা জিনিস বিশ্বাস করি, "যার মনে যা - ফাল দিয়ে উঠে তা"। আরও জানি, "কারও ভালো কিছু দেখলে কারও না কারো চোখ টাটাবেই"।
আমি ব্লগাঙ্গনে আমার বিষয় (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল) নিয়েই কথা বলতে চাই - কিন্তু এই খোলামেলা আড্ডাস্থলে ভাবনাচ্ছলে অনেক কথাই আসতে পারে।
আপাতত, এতোটুকুই নিবেদন।
ফী-আমানিল্লাহ্

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




