প্রতিবাদের ভাষায় লেখা তোমার ওই অচিন চোখ,
একটু একটু করে ভাবা প্রতিক্ষনের অনুভব,
তোমার বাবার স্মৃতি মাখা বাংলার ঐ লাল সবুজ -
এরই মাঝে ভেসে আসে হাসি-কান্নার চাপা সুর।
চল মোরা একসাথে, খাঁটি বাংলার আবেগে,
প্রিয় বোলে মেতে উঠি - সৃষ্টিসুখের উল্লাসে।
সবুজ ধুসর বাংলার শহর - যদিও বা মলিন কাতর;
তুমি ছোটো নওকো ঐ শহরেরই দামাল কিশোর।
পারবে ছোড়া বলরে, পারি দিতে দুঃখ স্রোতের দরিয়া আমি,
ওই পাড়েতে বসে আছে সুখী বাংলার প্রতিমায়া - জানি।
শক্ত হাতে ধর তরুন, বাংলা মায় কাঁদছে বসে -
তুমি যে গড়বে এ দেশ ভালোবাসার আবেগে।
সবাই মিলে তাই গেয়ে ওঠ,
"ভালবাসি দেশটারে,
ভালবাসি বাংলা মায়ের - প্রাণেরই অনুভবে।
সেই ভালবাসায় জেনো, গড়ব এই দেশটারে;
সকল দেশের সেরা হবে -
দেখবে জগৎ বিস্ময়ে।"
কাব্য প্রচেষ্টাটি বেশ কিছু দিন আগের, পোস্ট করব না করব না ভেবেও দিয়ে দিলাম। তবে কবিতাটি মোটেও ভালো হয় নাই- অনেকটাই গতানুগতিক এবং সাধারণ বাক্য ও ভাবের সমন্বয়ে লেখা। তবুও, দেশকে নিয়ে লেখা তো, কেবলই মনের ভাব প্রকাশের আশায়...
দ্রষ্টব্যঃ ছবিটি আমার নিজের তৈরি এবং সত্ত্ব সংরক্ষিত। তবে, যে কেও এটি নামিয়ে ব্যবহার করতে পারবে এখান থেকে।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




