মায়াবতীর দু'চোখ জুড়ে সেদিন আর্থার কোনান ডয়েলের রুদ্ধশ্বাস ডিটেকটিভ উপন্যাসের মত জট-পাকানো রহস্য ছিলো,
ছিলো ড্যান ব্রাউনের ধোঁয়াটে-ধাঁধালো সুপ্ত প্রতীকের গুপ্ত অভিব্যক্তি!
সে ধাঁধার তীব্রতর আকর্ষণে আমি ফেলু মিত্তিরের মত ছুটে গিয়েছিলাম...
ভেবেছি সে রহস্যের জট ছাড়াতে বুঝি কেটে যাবে অনন্তকাল-.
কিন্তু নিজেকে নিজে হতবাক করে দিয়ে রহস্যের সমাধান আমি করে ফেলেছি মাত্র তিনদিনে,
রবার্ট ল্যাংডনের চাইতেও দ্বিগুণ দ্রুততায় ও চোখের চাহনীর মর্মোদ্ধার আমি করে ফেলেছি কেবল তিনরাতে।
মায়াবতীর দু'চোখে এখন আর কোন রহস্য নেই!
মায়াবতীর শরীরে সদ্যফোটা নিশিথজাগা হাসনাহেনার পাগল করা গন্ধ ছিলো।
সে গন্ধের প্রত্যয় জাগানো আহ্বানে আমি গঞ্জিকা-সেবক নেশাগ্রস্থের মত দৌড়ে গেছি
অপ্রকৃতস্থ মাতালচিত্তে ভেবেছি, সে হাসনাহেনার গন্ধ রয়ে যাবে সহস্রবছর অব্দি,
টিকে যাবে জন্ম থেকে জন্মান্তরে-
কিন্তু শুধু একরাত্রে, হ্যা শুধু একটি পরিপূর্ণ রজনীতে আমি ওর মাদক-সম শারীরিক গন্ধ শুঁকে ফেলেছি।
কি আশ্চর্য্য! ওই শরীরে এখন আর কোন গন্ধ নেই!
মায়াবতীর স্পর্শে হৃদযন্ত্র স্তব্দ করে দেবার মত নৃশংস শিহরণ ছিলো,
সেই শিহরণে বিদ্যুতায়িত হবার তাড়নায় আমি ওর হাত দু’টো আমার গালে-ঠোঁটে-রোমশ বুকে ছুঁয়েছি বার বার।
প্রতিটি স্পর্শে আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছি, হারিয়েছি বুকের ভেতরের একেকটি মূল্যবান প্রাণস্পন্দন!
একসময় ওর সে মায়াবী স্পর্শে পুনঃপুন স্পর্শিত হতে গিয়ে আমি শিহরিত হবার ক্ষমতা হারালাম!
হায়! মায়াবতীর স্পর্শে এখন আর কোন শিহরণ নেই!
শ্যামলাবতীর প্রেমাবেগে মহাজাগতিক মহাকাশ ছিলো-
সেই ভালোবাসার আকাশ পাড়ি দেবার প্রত্যাশায়, আলোকবর্ষ হতে আলোকবর্ষ ছুটে যাবার উচ্চাশায়-
আমি নিউরণের কল্পনারাজ্য থেকে উড্ডয়িত হয়েছি অত্যাধুনিক আকাশযানে!
ভাবতাম, এ দূরন্ত অভিযাত্রায় কেটে যাবে বাহাত্তর বিলিয়ন বছর...
কিন্তু হায়! আমার সে 'মহাপরিভ্রমণ' শেষ হয়ে গেছে কেবল বাহাত্তর ঘন্টায়!
মায়াবতীর বাহুবন্ধনে আর কোন আকাশ নেই!
নেই কোন উত্তেজক, কৌতুহলউদ্দীপক, মশলাদার থ্রিলার,
অতিপ্রাকৃত সুতীক্ষ্ণ স্বর্গীয় সুবাস,
কিংবা বুক প্রকোষ্ঠের সেই ধক্ ধক্ কম্পমান অনুভূতি।
নেই কোন মহাযাত্রার হাতছানিও!
তাই আমিও আজ বেরিয়ে পড়েছি নতুন শিহরণের খোঁজে-
পরমতর-চরমতর রহস্য ও গন্ধের সন্ধানে....
আমায় তুমি ক্ষমা করে দিও মায়াবতী!
আমায় তুমি ক্ষমা করে দিও......
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৪ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




