ভাষার জন্য কত সংগ্রাম, বুকের তাজা রক্তে সিক্ত হলো রাজপথ, খালি হলো কত প্রত্যাশী মায়ের বুক, মুছে গেল কত সিধিঁর সিঁদুর, কত অবুঝ শিশুর হারাল অভিভাবক, কত দেশপ্রেমী জাগ্রত তরুন অকালে হারিয়ে গেল, আরও কত অপূরণীয় শূণ্যতা।
কিন্তু যে জন্য বিশ্ব ইতিহাসের পাতায় ঠাঁই করে নিল বাংলা প্রতিষ্ঠার বিরল সংগ্রাম, আজও পরপারে বসে আর্তনাদ করে তাঁরা আর একবার নিজেদের বিরুদ্ধে বাংলা প্রতিষ্ঠার সংগ্রাম করতে।
নিবোর্ধের মত অপরের সভ্যতা আর সংস্কৃতির গড্ডালিক প্রবাহে গা না ভাসিয়ে আসুন নিজের ইতিহাস আর স্বতন্ত্র বিষয়গুলিকে বিশ্বের দরবারে তুলে ধরে নিজেকে ধন্য করার সার্থক সপথ গ্রহণ করি।
নিশ্চিত করি ভাষা শহীদদের শান্তিময় শায়ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




