ইদানীং দেশের বেশকিছূ স্কুলে ভর্তি বাণিজ্যের খবর পাওয়া গেছে। এই ভর্তি বাণিজ্য এক্ষুণি প্রতিরোধ করতে হবে। না করলে এর প্রভাবে এমনটিও হতে পারে...
১. চাকুরিজীবিরা তাদের সন্তানদের ভর্তি করানোর জন্য টাকা জোগাতে না পেরে সততাকে গুডবাই জানিয়ে ঘুষ খাওয়া আরম্ভ করবে।
২. যারা নিন্ম আয়ের মানুষ তারা ছেলেমেয়ের পড়ালেখার খরচ জোগাতে না পেরে ছেলেমেয়েদেরে পড়ালেখা বন্ধ করে দেবে । এতে শিক্ষিতের হার কমতে থাকবে।
৩. শিক্ষার পাঠ চুকিয়ে যথন ছাত্ররা বের হবে তখন তারা তারা দূর্নীতি আর ধান্দাবাজি ছাড়া কিছুই করবে না। কারণ স্কুল জীবনেই তারা স্কুল কমিটির কাছে দূর্নীতি শিখে গেছে।
৪. এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেশের সবগুলে স্কুলেই একযোগে শুরু হয়ে যাবে ভর্তি বাণিজ্য, এতে শিক্ষাখাত দূর্নীতিতে জর্জরিত হয়ে যাবে।
৫. আগামীতে যৌতুকের প্রবণতা আরো বেড়ে যেতে পারে। কারণ সবাই বলবে ছেলেকে অনেক টাকা দিয়ে মানূষ করেছি তাই য়ৌতুক ছাড়া কি বিয়ে হয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


