২০ রমজান থেকে শুরু হয়েছে হাত বাড়াবো বন্ধুর আয়োজনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ফেনীতে অসহায়দের সেমাই-চিনি বিতরণ। চলবে ঈদের আগের দিন পর্যন্ত। লক্ষ্য একটাই, ঈদে যাদের সেমাই-চিনি কিনে খাবার ক্ষমতা নেই তাদের হাতে সেমাই-চিনি তুলে দেয়া।
তাই বিভিন্ন জেলার অসংখ্য তরুণ একযোগে কাজ করছে অসহায়দের মুখে হাসি ফোটাতে।
ঈদ উপলক্ষে হাত বাড়াবো বন্ধুর সদস্যরা একটি বিশেষ আয়োজন সম্পন্ন করেছে ইতিমধ্যে। বিশেষ আযোজনটি ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে ঘিরে।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে চায়ের দোকানের পানি টেনে জীবন কাটাচ্ছে। পত্রিকায় এমন নিউজ দেখে আমরা সইতে পারিনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে । ঈদে অন্তত এই পরিবারটির মুখে হাসি ফোটাবো। সিদ্ধান্ত অনুয়ায়ী আমাদের নোয়াখালীর বন্ধুদের জানিয়ে দেয়া হয় যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের বাড়িতে যাবার জন্য।
হ্যাঁ বন্ধুরা, আমাদের ঈদের বিশেষ আয়োজনটি এই পরিবারটিকে নিয়েই। আমরা আমাদের সাধ্য ৃঅনুযায়ী তাদের সবার জন্য ঈদের পোষাক ও সেমাই-চিনি কিনে পাঠিয়েছি তাদের বাড়িতে। বাড়িতে গিয়ে হাত বাড়াবো বন্ধুর সদস্যরা বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে শওকত আলীকে পাননি।
দুই ঘন্ট অপেক্ষ করেও তার দেখা পাওয়া যায়নি। তাই তার স্ত্রী ও শিশুকন্যা বৃষ্টির হাতেই সবার ঈদের জামা ও সেমাই-চিনি তুলে দেয় আমাদের ৬ সদস্যের টিম।
জোবায়ের রাজু, রিয়াজুল হাসান সহ ৬ জনের সবাইকে ধন্যবাদ, এই পরিবারটির পাশে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় দাঁড়াতে পেরেছি বলে গর্বিত ই মনে হচ্ছে। আমাদের এই বিশেষ আযোজনের খবরটি আশাকরি সকলের মন জয় করবে।
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে চাইলে এই লিংকে ক্লিক করুন।হাত বাড়াবো বন্ধু

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


