অনুজীবদের নিয়ে আমার বিজ্ঞাপন গাঁথা শুরু করেছিলাম Geobacter নামের এক অসামান্য ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়ার বর্ণনা দিয়ে। দ্বিতীয় কিস্তিটার সুচনাতেও আমি তাই Geobacter কে নিয়ে কিছু বলব। Geobacter এর দেহের সুতার মত দেখতে Pili গুলোর বিদ্যুৎ পরিবহনের এই ক্ষমতা আবিষ্কার করতে গিয়ে গবেষকদের ভালই ঝামেলা পোহাতে হয়েছিলো। MIT গবেষকদের Geobacter এর পিলির অদ্ভুত বৈশিষ্ট্যে ব্যাপারটা চোখে পড়ে। একই সাথে তারা আরও বুঝতে পারেন কেন এরা শ্বসনের জন্যে অক্সিজেন এর ধার ধারেনা। এই পিলিগুলো খুব ভালো ইলেকট্রন পরিবাহী তাই শ্বসনের সময় তৈরি হওয়া ইলেকট্রন ট্রান্সফার করার জন্য আর মাধ্যম হিসেবে অক্সিজেন এর দরকার পড়েনা। ইলেকট্রনগুলো এই পিলির ভেতর দিয়ে শরীরের বাইরে কোন ধাতব যৌগে ( বিশেষ করে আয়রন ঘটিত যৌগ) পাঠিয়ে দিলেই হলো। এজন্যেই এরা নদীনালার নিচের কাদামাটির ভেতর জন্মাতে পারে অনায়াসে, যেখানে অক্সিজেন পাওয়া খুবই মুশকিল। গবেষণায় আরও দেখা গেছে,যখন Geobacter কে জিনগত ভাবে পরিবর্তন পিলি তৈরির ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়,তখন এদের ইলেকট্রন ট্রান্সফার করার বাহাদুরি আর থাকেনা। যা হোক। অনেক আগে থেকেই Geobacter এর পেছনে লেগেছেন অণুজীব বিজ্ঞানীরা। কারণটা বলি। জৈবিক এবং পারমানবিক বর্জ্যদূষিত ভূগর্ভস্থ পানি শোধনে এর অদ্ভুত ক্ষমতা আছে। এমনকি এরা জৈব বর্জ্য থেকে কোনো এক রহস্যজনক উপায়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কিন্তু কিভাবে?
আসলে পিলিগুলোর মাধ্যমে শ্বসনের শেষ পর্যায়ে ইলেকট্রনগুলোকে শরীরের বাইরের ধাতব যৌগে পাঠানোর অসাধারন কৌশলই এর ক্ষমতার কেন্দ্রবিন্দু। আবর্জনার স্তুপে ন্যানো তারের মাধ্যমে এই ব্যাকটেরিয়া তৈরি করে ক্ষুদ্রাতিক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্র, যার মাধ্যমে এরা নিজেদের মাঝে শক্তি ভাগাভাগি করে নিতে পারে-যা কিনা এদের বিদ্যুৎ উৎপাদনের মূল রহস্য। সত্যিই কি অদ্ভুত! এই বিষয়টি কিন্তু একটা অসাধারন দিকে ইঙ্গিত করে...... বর্তমান পৃথিবীর ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণে এই Microbial Power Grid যে একটা বড় সমাধান হতে পারে সেটা ভাবা বোধহয় ভুল হবেনা। জীববিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত নানা ধরণের সেন্সরগুলোর উন্নয়নেও এই অণুজীব বিদ্যুৎ কেন্দ্র জব্বর ভুমিকা রাখতে পারে। আসলে ছোট ছোট এইসব অণুজীবদের অদৃশ্য জগত আমাদেরকে বহুদিন আগে থেকেই হতবাক করে আসছে। ছোট্ট একটা জীব চোখেও দেখা যায়না অথচ কতরকম ক্ষমতার দাপটই না সে আমাদের দেখাচ্ছে! আর আমরা মোবাইল ফোন অপারেটরদের জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপন নিয়ে মেতে আছি আর কোন প্যাকেজটা সাশ্রয়ী হিসাব করতে করতে দিন পার করছি! আমাদের জন্যে বিনা পারিশ্রমিকে খাটতে আগ্রহী এই অণুজীবদের দিকে একটুও সময় দিচ্ছিনা......যে পৃথিবীকে আমরা ধ্বংস করছি নিজের হাতে,সেখানে প্রতিনিয়ত এই ক্ষুদ্র অণুজীবগুলোই কাজ করে যাচ্ছে মানুষের জন্য, সুস্থ দূষণমুক্ত পরিবেশ আর আগামির জন্য।
চলবে....
প্রথম কিস্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


