ব্রাজিল ফিফার বিশ্ব র্যাংকিয়ে শীর্ষস্থান ধরে রেখেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের খেলায় মাঠে নামতে যাচ্ছে। বুধবার এ র্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
গত কয়েক সপ্তাহে সারা দুনিয়া জুড়ে প্রায় ২০টির মতো প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সে কারণে বিশ্ব র্যাংকিংয়ে খুব বেশি পরিবর্তন আসেনি। অবশ্য স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ তালিকায় সাত ধাপ উপরে উঠে এসেছে। ২০১০ বিশ্বকাপের আগে আর কোন র্যাংকিং প্রকাশিত হবে না।
রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দলগুলোর এ তালিকায় ১৬১১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অব্যাহত রাখে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন (১৫৬৫) ও পর্তুগাল (১২৪৯)। এদের পেছনেই আছে নেদারল্যান্ডস (১২৩১), বিশ্বকাপের শিরোপাধারী ইটালি (১১৮৪), ২০০৬ সালের স্বাগতিক জার্মানি (১০৮২), আর্জেন্টিনা (১০৭৬), ইংল্যান্ড (১০৬৮), ফ্রান্স (১০৪৪) ও ক্রোয়েশিয়া (১০৪১) ।
অবস্থান দল পয়েন্ট
১ ব্রাজিল ১৬১১
২ স্পেন ১৫৬৫
৩ পর্তুগাল ১২৪৯
৪ নেদারল্যান্ড ১২৩১
৫ ইটালি ১১৮৪
৬ জার্মানি ১০৮২
৭ আর্জেন্টিনা ১০৭৬
৮ ইংল্যান্ড ১০৬৮
৯ ফ্রান্স ১০৪৪
১৩ গ্রিস ৯৬৪
১৪ যুক্তরাষ্ট্র ৯৬৭
১৫ সার্বিয়া ৯৪৭
১৬ উরুগুয়ে ৮৯৯
১৭ মেক্সিকো ৮৯৫
১৮ চিলি ৮৮৮
১৯ ক্যামেরুন ৮৮৭
২০ অস্ট্রেলিয়া ৮৮৬
২১ নাইজেরিয়া ৮৮৩
২৪ সুইজারল্যান্ড ৮৬৬
২৫ ে াভেনিয়া ৮৬০
২৭ আইভরিকোস্ট ৮৫৬
৩০ আলজেরিয়া ৮২১
৩১ প্যারাগুয়ে ৮২০
৩২ ঘানা ৮০০
৩৪ ে াভাকিয়া ৭৭৭
৩৬ ডেনমার্ক ৭৬৭
৩৮ হন্ডুরাস ৭৩৪
৪৫ জাপান ৬৮২
৪৭ দঃ কোরিয়া ৬৩২
৭৮ নিউজিল্যান্ড ৪১০
৮৩ দ. আফ্রিকা ৩৮৩
১০৫ উ: কেরিয়া ২৮৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



