কথিত পুনর্জীবন তীরে
এই যে হলুদ কুমড়োর ফুল, শাদা লাউফুল, লেজ ঝোলানো
রঙধনুকাজলে ধোয়া ফিঙে বসে আছি ডালে, দূরে উড়ে যাচ্ছি
বকের ছড়িয়ে যাওয়া সারি─ ছোট ছোট মার্বেল হয়ে দূর থেকে
মৃদু মরীচিকারশ্মি পাঠাচ্ছি এখন, এইখানে, আমারই কাছে
খালের ওপর নুয়ে-পড়া ডালে মৌনী রূপকথা হয়ে বসে আছি
মাছরাঙা, ফুটন্ত ফুলের মতো বিদ্যুৎ বুকে নিয়ে তীব্র সরলরেখায়
জল থেকে তীক্ষ্ণ ঠোঁটে তুলে নিচ্ছি─ যন্ত্রণার অর্ধবৃত্তে পাক খাওয়া
ছোট্ট রুপোলি মাছের মতো আমাকেই...
সেই যে সন্ধ্যায় দানিউব নদীর পাশে বসে আছি কংক্রিটে, নিভে
আসছে বিকেল আর ম্লান হচ্ছে সাপের মতো বয়ে যাওয়া পাড়-ঘেঁষা
রাস্তাটি, দিগন্তের গোলাপিনীল আকাশ থেকে নেমে আসছে
নৈঃশব্দের পরীরা এবং এদিকে সাইকডেলিক হেঁটে যাচ্ছি এক
পাতলা যুবক, শাদা টি-শার্ট জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ,
অলীক জ্যোৎস্নার আলোয় ম্যাজেন্টা রক্তরঙ...
পিছু পিছু হেঁটে আসছে প্রেমজোড়, সাইকডেলিক দেখা দিচ্ছে
তরুণীর লগ্নচোখে, অনাবিল আনন্দে খিলখিল হেসে উঠছে সে,
যেন এই অপরূপ কোনদিন দেখবে না সে, যেন তার স্বপ্নদৃশ্যে
আমি সেই রক্তমাখা ক্লাউন, নেমে এসেছি সান্ধ্য আরীনায়, ভিয়েনায়,
এইখানে...
.......
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১০ রাত ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



