নিরালা সিনেমা প্রাইভেট লিমিটেড
গুপ্তগুহার মতো খুলে যাচ্ছে আদিম পৃথিবী।
তুমি আমি ঢেউ ভেঙে সমুদ্দুরের পাশে দাঁড়ালে,
আলিবাবার গুপ্তধনের গুড়গুড় কপাট, সরসর
নেমে-আসা সারি সারি চিত্রল ভয়াল।
স্কাইলাইটের ফাঁক-গলে দুপুর ঢুকে পড়ছে
অন্ধকার হলে।
কমলালেবুর খোসা, আইসক্রিমের গন্ধ দুলিয়ে
পেট-মোটা উর্বশীরা নেচে চলেছে, নেচেই চলেছে।
অকারণ নিঃশ্বাসের শব্দ, কাচপোকা উড়ে যাচ্ছে
আলোর ধোঁয়ার মধ্যে।
সাপের মতো বেণি-দোলানো তুমি আর রক্তাপ্লুত
আমি বসে আছি পৃথিবীর শেষ রঙধনুর পাশে।
ফুটি ফুটি করে হঠাৎ ফুটে উঠেছে নীল সন্ধ্যাতারা।
ঘাঘরার পাশ দিয়ে বয়ে চলেছে গুপ্তগুহা।
আদিম আর অন্ধকার।
.......
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



