কলঘরে জল পড়ার শব্দ
অন্দরমহল কেঁপে উঠলো জীবন্ত হয়ে।
ভাঙা কার্নিসের ফাঁক থেকে ডুমুরের গাছ
উবে গেল মুহূর্তে। বার্নিশের খয়েরি আভা,
শাদা ধুতির প্রবল এক মানুষ জেগে উঠলেন
তাকিয়ায়। চারদিক ঝলমল করে উঠলো
আঙিনায় কেয়ারি ওঠানো ঝাড়ে।
কলঘরে জল পড়ার শব্দ হলে মাঝে মাঝে
এরকম হতে থাকে। অন্তরঙ্গ কারুকার্য করা
সবুজশাড়ি স্নানের সাথে মিলেমিশে যায়।
কেউ চকিতে তাকায়। নক্ষত্রের পেঁচানো
সিঁড়ি নিয়ে যায় প্রজাপতিদের দেশে। এক
ঝলক ধীর এলোমেলো হাওয়া ঝাপটা দেয়
প্রজাপতির শুকনো পাতায়, হলুদ উড়ে যাওয়ায়।
কলঘরে জল পড়ার শব্দ হলে এরকম হয়।
........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



