চাঁদ
জল থেকে ছিঁড়ে নিই চাঁদের উপমা
হারালো যা, আর লক্ষ্যভ্রষ্ট যা কিছু,
তারাপীঠ, মন্দিরের দাগ, গগনবিদারী চিৎকার,
রাজপথ, ধূলিশয্যা, পথে পথে হাওয়াগাড়ি,
ভূমিকম্প, বানানো পাথর─
হাড্ডিসার ভিকিরি আর মেলে দেওয়া শূন্য থালা।
পবিত্র হচ্ছে দিন, চামচের নিকেলে
ঘুরছে সিলিঙের ফ্যান, আর আমি
কুড়িয়ে নিচ্ছি চাঁদের উপমা।
তোমাদের বাড়ির চারপাশে চকচক করছে সকাল,
চাঁদ যেন ছড়িয়ে রয়েছে এখনো দিগন্ত বরাবর।
....
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১১ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



