হাতের ভেতর গন্ধ আছে আর আছে রঙিন চুড়ি
রাতটাকে এক গল্প বলি চোখ ভরা ঘুম স্বপ্ন এঁকে
নিজের ভেতর পথ চলি অলি-গলি থাকুক ছেঁকে.....
আয় না কাছে তোকে রাখি তোর মত
তোর ভেতরে লুকিয়ে আছে আমার পথের ছাপ নকশা
দুষ্ট ক্ষত লুকিয়ে রেখে খুঁজে চলি লক্ষ শত
নখের আঁচড় কষ্ট পাথর শোক লজ্জা....
খুঁজে চলি তোকে আমি আমার ভেতর চক্ষু মেলে
পেছন ফেলে এগিয়ে চলি নিজেই ভুলি মুঠোর গন্ধ
অবুঝ পাগল মাতাল ছেলে তোকে আবার খুঁজে পেলে
হারাবার ভয়ে সব দরজা চিরতরে রাখবো বন্ধ ।
তোকে বড় খুঁজছি এখন
হাতের ভেতর
মুঠোর ভেতর
বড়ই কাতর চোখের জলে
আয় না কাছে
আমার আছে তোর মত লক্ষ শমন ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৬ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



