আমরা মানে এমন নয় আমি, তুমি ও সে
সব চরিত্রেই আমি থাকি অন্যরকম অনায়াসে।
ঘাসের ভেতর সবুজ থাকে জলপাইতে ভেসে
আমার ভেতর আমি থাকে নি:শব্দের শেষে।
আমরা মানে তুমি নও, নয় অন্য কেউ
আমি আর সে যেন অচিনপুরের ঢেউ ।
পথের ভেতর পথিক থাকে নিজের ছায়ার ফেউ
আমি তুমি দুজন যেন তিনজনের সেও।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



