গত দুই দিন মনের মধ্যে কেমন জানি করছিল। শাহাবাগে গোটা দেশ। আমার এতো কাছে, তবুও সব মানুষের সাথে মিশে যেতে পারছিনা। ৭১ দেখিনি। জন্মের পর থেকে কিছুই কি করেছি দেশের জন্য? শাহবাগে গেলেই যে সব কিছু করে ফেললাম তাও নয়। কিন্তু ব্যাপারটা নিজের মনের শান্তির জায়গায়। যেখানে আমাদের ৭১ এর অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে সেখানে ঘরে বসে চুপ করে থাকবো? এই জানোয়ারের বাচ্চাগুলোর অপরাধ কি এতোই লঘু যে এদের সর্বোচ্চ শাস্তি হবেনা?
আমাদের মধ্যে যারা এখনো এই প্রতিবাদের সাথে যুক্ত হতে পারিনি তাদেরকে অনুরোধ করবো একটিবারের জন্য হলেও শাহবাগে গোটা জাতির সাথে মিশে যান। যারা ঢাকার বাইরে থাকেন, তারা তাদের শহরে যেখানে প্রতিবাদ সমাবেশ হচ্ছে সেখানে মিশে যান। গলা ফাটিয়ে চিৎকার করে বলুন, জয় বাংলা! কাদের মোল্লার ফাসি চেয়ে আপনার প্রতিবাদের ভাষা ছড়িয়ে দিন বাংলার আকাশে। আমি হরফ করে বলতে পারি আপনারও শান্তি লাগবে। বিশ্বাস হয়না?? দেখুন না চেষ্টা করে একবার!
জামাত শিবির রাজাকার, ধইরা ধইরা জবাই কর।
তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা।
জয় বাংলা। জয় বাংলা।।
কাদের মোল্লার দুই গালে, জুতা মারো তালে তালে।
একটা কইরা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর।
জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।
একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার।
মেড বাই পাকিস্তান, জামায়াত ইসলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


