অনেক তো হলো প্রজন্ম চত্বরে। এবার রাজপথে নামার পালা। ছড়িয়ে ছিটিয়ে থাকা ৭১ এর রাজাকার আর তাদের রক্ত বহন করে চলা নব্য রাজাকারদের হুঁশিয়ার করতে এবার রাজপথে নামুন।
আসছে ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবী নিয়ে মিছিল করতে চাই। আমাদের মিছিলটি শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু হয়ে সাত মসজিদ রোড, রায়ের বাজার, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর হয়ে আবার শাহবাগে ফিরে আসবে। ঢাকার আকাশে ছড়িয়ে দেবো আমাদের দাবী।
প্রজন্ম চত্বরে না এসেও আমাদের আন্দোলন নিয়ে বিভ্রান্তমূলক কথা যারা বলে বেড়াচ্ছে চলুন তাদেরকে জানিয়ে দেই আমাদের প্রানের দাবী। ওদেরকে দুধের সাধ ঘোল খাইয়ে মিটাই।
অনেক তো হলো, এবার আসুন ঢাকার রাজপথে রাজপথে জানান দেই বাংলার মাটি রাজাকারদের জন্য নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


