মেঘে ঢাকা আকাশ,
নামবে এখুনি বৃষ্টি
শুনবো তোমার পায়েলের রিনিঝিনি,
শ্রাবনের এই বারিধারায়,নদীর দুকূলে উপছে পরা ঢেউর ধ্বনি
মন হনন করা তোমার ওই মায়াবী চাহনী,
সবই আজ পটে আকা ধূসর ছবি,
এ জেন তোমার প্রতি আমার না চাওয়া ভালোবাসা
আমার ভাবনা গুলো আজ এলোমেলো,সপ্নগুলো সবই অগূছালো,
টিক জেনো ঝরা পাতার মতো,
আজ দুচোখে জল ঝরছে অজোর ধারায়
তুমি কেন বলে ছিলে থাকবে আমায়
সবই আজ কল্পনা ,জেনো শ্রাবনের বৃষ্টি ভেজা কোনো এক সন্ধা।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




