আমি তখন প্রথম আলোতে। অনেক লম্বা চুল একদিন হঠাৎ করেই বয়কাট করে ফেললাম। আমাকে তখন চেনা-ই দায়! যেন আব্বুর ইয়াং ভার্সন।
এই চুল কাটা নিয়ে একদিন অফিসে কথা হচ্ছিল। মিঠুন ভাই (আনিসুল হক), মেহেদী ভাই (বিনোদন সম্পাদক) আর আমি। মেহেদী ভাই পাড়ার সেলুন থেকে নতুন চুল কেটে এসেছেন। সে কথাই জানাচ্ছেন। মিঠুন জিজ্ঞেশ করল, কত নিল। 'পনের টাকা'। আমারতো আকাশ থেকে পরার অবস্থা। আমি কাটি দেড়শ টাকা দিয়ে। অথচ দুজনের চুলের সাইজ একই! নাহ! বড্ড বোকামি ফারজানা শাকিল'সে চুল কাটা!
চলে গেলাম ফার্মগেট। আমার হলি ক্রস কলেজের অপজিটেই একটা সেলুন আছে। সোজা ঢুকে পরলাম। আমাকে দেখার সঙ্গে সঙ্গেই সবাই যেন ফ্রিজ হয়ে গেল! এক বুড়ো ভদ্রলোক আমার চুল কেটে দিলেন। নিলেন ত্রিশ টাকা। আমার সঙ্গে আমার এক ফ্রেন্ড ছিল। সে শুধু মোবাইলে ছবিই তুলেছে। কথা বলার শক্তি নাকি হারিয়ে ফেলেছিল। ফেরার সময় শুধু একটা কথাই তার কাছ থেকে শুনলাম, 'জীবনে অনেক বান্দর দেখছি, তোর মতো বান্দর দেখি নাই'।
বি:দ্র: ইদানীং খুব বোরিং লাইফ যাচ্ছে। তাই কালপুরুষের কথা রাখতেই শুধুএ পোস্ট দিলাম। তাছাড়া একবার এই ঘটনা শুনে টিটু ভাই-ও বলেছিলেন লিখতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



