সময়কে ধ্রুব ধরে তোমাকে ভালোবাসার ছক কষি।
অথচ, সময় ধ্রুব নয় জেনেও আমার বোধোদয় হয় না।
আমার নিবেদিত প্রেম বারবার ব্যর্থ হওয়া স্বত্ত্বেও তোমাকে দোষ দিই না,
দোষ দিই সময়কে।
তবুও তুমি বোঝো না।
যথাযথ প্রেম নিবেদনে তুমি শুধু তাড়া দাও, সময় চলে যায় বলে উৎকন্ঠিত হও।
অথচ, সময় চলে যায় না, শুধু রুপ বদলায়। রুপান্তরিত সময় দূরত্ব বাড়ায়।
দূরত্বের দুপাশে আমরা দুজন সময় মাপি।
আর অপেক্ষায় থাকি,
তোমার আমার ঘড়ির কাঁটা কখন একই ঘন্টা বাজাবে।
মহাকাল স্বাক্ষী থাকে, দুটো ঘড়ি কখনো একই সময় বলে না।
সত্যিকার অর্থে, আমরা প্যারালালি দুভুবনের বাসিন্দা।
অথচ, দেখো, এসব জেনেও আমরা কত বাহানা বানাই।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২২ সকাল ১১:০৯