আমরা কথায় কথায় চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করি অনেক সময়।আজ আপনাদেরকে কথাটি
কেমন করে এলো তাই বলছি।দায়ভাগ মতে হিন্দু ধর্মাবলম্ভী কোন ব্যক্তি মৃত্যু বরন করলে শ্রাদ্ধ করতে হয়।শ্রাদ্ধের সময় মৃতব্যক্তিসহ পিতৃকুলের ও মাতৃকুলের উর্ধতন তিন পুরুষের আত্মাদের আহবান করা হয়।প্রাচীনকালে আমন্ত্রিত আত্মাদের উদ্দেশে আতপ চাল,দুধ,কলা মিস্টি ইত্যাদি একত্রিত করে মেখে পিন্ড করে মেখে শ্রদ্ধা নিবেদন করা হত।যা পিন্ড দান নামে পরিচিত।পিন্ড দানই হিন্দু মৃত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার নির্নেয়ের মূল ভিত্তি ।দায়ভাগ মতে তিন শ্রেণীর উত্তরাধিকার হল
১।সপিন্ড ২।সকুল্য ৩।সমানোদক
এখন দেখা যাক চৌদ্দ পুরুষ কেমন করে হল:
১।ব্যক্তি(নিজ) এক পুরুষ-১
২।সপিন্ড(পিতৃকুল ও মাতৃকুলের উর্ধতন তিন পুরুষ)-৩
৩। সকুল্য(প্রপিতামহের উর্ধতন তিনপুরুষ)-৩
৪।সমানোদক(সকুল্যের উর্ধতন সাত পুরুষ)-৭
মোট=১৪
এভাবে হিন্দু ধর্মীয় উত্তরাধিকার হতে বহুল প্রচলিত" চৌদ্দ গোষ্ঠী" কথাঠির উদ্ভব।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




